করোনা আক্রান্ত চিরিরবন্দর মহিলা ভাইস চেয়ারম্যান দোয়া চেয়েছেন

জুলাই ০৪ ২০২১, ২০:১৫

Spread the love

এনামুল মবিন(সবুজ,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ লায়লা বানু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার (১জুলাই) চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের কথা জানা যায়। মোছাঃ লায়লা বানু নিজেই মোবাইল ফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মহামারী করোনাভাইরাস মোকাবেলায় আমি নিঃস্বার্থ ভাবে মাঠে কাজ করে যাচ্ছি। আমার চিরিরবন্দর উপজেলাবাসী যেন এই মহামারীর সময় কোন সমস্যার সম্মুখীন না হয় তার দিকে সব সময় খেয়াল রাখতাম। উপজেলা ও মাঠে কাজ করতে গিয়ে একটু বৃষ্টিতে ভিজে গিয়েছিলাম। রাতে একটু শরীল খারাপ করে শরীরে জ্বর ও ব্যথা অনুভব করি। এর পর আমি করোনা পরীক্ষা করি। গত বৃহস্পতিবার রিপোর্ট আসে আমি করোনা পজিটিভ।

তিনি আরো জানান, শারীরিকভাবে এখন একটু ভালো আছেন। তিনি চিরিরবন্দর উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন। তিনি তার নিজ বাড়িতে অবস্থান করছেন। দেশে করোনার টিকা কার্যক্রম শুরুর প্রথম দিকেই মোছাঃ লায়লা বানু প্রথম টিকা গ্রহণ করেন এবং তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ ও গ্রহণ করেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও