করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মানার আহবান জানিয়েছেন দিনাজপুরের এসপি

জুলাই ১৩ ২০২১, ১২:২৭

Spread the love

এনামুল মবিন(সবুজ,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ করোনা সংক্রমণ প্রতিরোধে চলমান লকডাউন এ সকল পেশাজীবী মানুষকে অবশ্যই মাস্ক পরিধান এবং অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন দিনাজপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

আজ মঙ্গলবার (১৩জুলাই) সকাল থেকে দিনাজপুর পুলিশ সুপার এর দিক নির্দেশনায়। করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) শচীন চাকমা ।

অভিযানকালে পথচারী জনসাধারণ, ট্রাক, কভারভ্যান, অটোরিক্সাসহ বিভিন্ন যানবাহনে কোভিড-১৯ এর সংক্রমণ বিস্তার রোধকল্পে মাস্ক বিতরণ এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের সকল পেশাজীবী মানুষের প্রতি অনুরোধ জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সুজন সরকার এবং অফিসার ইনচার্জ, দিনাজপুর সদরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও