রামপালের বাইনতলা ইউনিয়নে ৪ কেজি গাঁজা সহ চিহ্নিত ২ মাদক সম্রাট আটক

জুলাই ১৬ ২০২১, ১৮:১৫

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব নিজস্ব প্রতিনিধিঃ ১৬/০৭/২০২১ রাত আনুমানিক ৩ টা ৩০ মিনিটের সময় রামপাল উপজেলার ৩ নং বাইনতলা ইউনিয়নের চাকশ্রী বাজার এলাকা থেকে ৩ নং বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ ও রামপাল থানা কর্মকর্তা
মোহাম্মদ শামসুদ্দিন এর যৌথ অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী মেজবাহ চৌধুরী (৩৮) পিতা: মোসলেম চৌধুরী এবং আল মামুন (৩৩) পিতা :শেখ ইলিয়াস গ্রাম গিলাতলা ৪ কেজি গাজা সহ ২ চিহ্নিত মাদক সম্রাট কে আটক করা হয়, এবং একটি মটর সাইকেল ও ২টি মুঠোফোন এ সময় জব্দ করা হয়, এস আই শরিফুল ইসলাম মাদক সম্রাট দের গ্রেফতার করে রামপাল থানায় সোপর্দ করে।

রামপাল থানা কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীন সাংবাদিকদের বলেন চিহ্নিত মাদক সম্রাট মেজবা চৌধুরী ও আলমামুন দীর্ঘদিন যাবৎ এলাকায় মাদক ব্যবসা করে আসছে থানায় এদের নামে একাধিক মামলাও রয়েছে, আমরা সর্বদাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স অব্যাহত রেখে নিরলস ভাবে অভিযান চালিয়ে যাচ্ছি।

আজ রাত ৩ টা ৩০ মিনিটের সময় ৩ নং বাইনতলা ইউনিয়নের চেয়ারম্যান ফকির আব্দুল্লাহ এবং রামপাল থানা প্রশাসনের যৌথ অভিযানে ২ মাদক সম্রাট দের ধরতে সক্ষম হয়েছি, আমি বিশ্বাস করি জনগণ এবং পুলিশ প্রকৃত বন্ধু তাই জনগণের সহায়তা নিয়েই আমরা মাদকসম্রাট দের ধরতে সক্ষম হয়েছি।

এবং সর্বদাই জনগণের সহায়তা নিয়ে পুলিশ প্রশাসন নিরলস ভাবে মাঠ পর্যায়ে অভিযান অব্যাহত রাখলে দেশ থেকে মাদক ব্যবসায়ীদের নির্মল করা সম্ভব হবে বলে জানিয়েছেন,রামপাল থানা কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীন ,

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও