সরকারি নিয়মকানুন সম্পর্কে বঙ্গবন্ধু অতিমাত্রায় শ্রদ্ধাশীল ছিলেনঃ ড. মসিউর রহমান

অক্টোবর ০৬ ২০২১, ২২:০৩

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব, ব্যুরো প্রধান খুলনাঃ সরকারি নিয়মকানুন সম্পর্কে বঙ্গবন্ধু অতিমাত্রায় শ্রদ্ধাশীল ছিলেন। নিয়মকানুনের জটিলতা সম্পর্কে তার অবশ্য জানার কথা নয়। বঙ্গবন্ধু তখন চিকিৎসার জন্য দেশের বাইরে ছিলেন। তিনি একদিন লাল টেলিফোনে আমার সঙ্গে কথা বললেন। আত্মীয়স্বজন কেউ বলেছিলেন, চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি যেন হেলিকপ্টার নিয়ে টুঙ্গিপাড়ায় যান, হয়তো আত্মীয়রাও তার সঙ্গে যাওয়ার ইচ্ছা ছিল। একান্ত আবশ্যক না হলে সরকারি হেলিকপ্টার ব্যবহারে বঙ্গবন্ধুর আপত্তি ছিল ঘোর। অন্যদিকে আত্মীয়স্বজনের পরামর্শ বা চাপ উপেক্ষা করা হয়তো বিব্রতকর ছিল। টেলিফোনে তার অনুরোধ ছিল সাধারণ আচরণের ব্যতিক্রম: ‘ওরা আমাকে হেলিকপ্টার নিয়ে টুঙ্গিপাড়ায় যেতে বলছে, আমার যাওয়ার ইচ্ছা নেই। আমি ওদের আপনার সাথে কথা বলতে বলেছি। আপনি ওদের সরকারের নিয়মকানুন বলে বুঝিয়ে দেবেন।’

সরকারি বিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর স্ত্রী-পরিবার প্রয়োজন হলে হেলিকপ্টার ব্যবহার করতে পারে। তার আপত্তির কারণ আমার মনে হয় বিশেষ দরকার ছাড়া সরকারি সুবিধা আদৌ ব্যবহার না করা। বঙ্গবন্ধুর আত্মীয়রা আমাকে বললে জানাই যে এজন্য কারণ উল্লেখ করে ‘রিকুইজিশন’ দেয়া দরকার; আপনাদের কারণটা খুব স্পষ্ট নয়I এবং হেলিকপ্টার নিয়ে আলোচনা এখানেই থেমে যায়।

_ড. মসিউর রহমানI
তৎকালীন প্রধানমন্ত্রী ‘বঙ্গবন্ধুর’ একান্ত সচিবI

ছবি : বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৯৭২ সাল, ঢাকা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও