খুলনার তেরখাদায় পূর্ব পরিকল্পিত ভাবে মৎস্যঘেরে বিষ প্রয়োগ,দশ লক্ষাধিক টাকার ক্ষতি

অক্টোবর ১৩ ২০২১, ২২:৫৫

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব, ব্যুরো প্রধান খুলনাঃ তেরখাদা উপজেলার আজগড়া বাসুয়াখালী বিলে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করেছে দুর্বৃত্তরা।ভুক্তভোগী সূত্রে জানাগেছে, গত ১১ই অক্টোবর আজগড়া গ্রামের বাসুয়াখালী বিলে মাছের ঘেরে স্থানীয় দুর্বৃত্ত মোঃজলিলের পুত্র জসিম,আরোজ এবং কালি মল্লিকের পুত্র পলাশ মল্লিক সহ ৪/৫ জন অজ্ঞাত বিষ প্রয়োগ করে প্রায় ১০
লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে । উক্ত ঘেরে গলদা চিংড়ী, রুই, কাতলা সহ বিভিন্ন প্রজাতির
সাদা মাছ ছিল।

এ ব্যাপারে তেরখাদা থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ব্যাপারে ঘের মালিক জাহিদ হাসানের নিকট জানতে চাইলে তিনি বলেন,রাত ১১টার দিকে ঘেরে বাসা থেকে প্রকৃতির ডাকে বাইরে বের হয়ে টর্চলাইট মারলে দেখতে পাই,ঘেরের মাছ মারা যাচ্ছে।টর্চ লাইটের আলোয় জসিম,আরোজ, পলাশ মল্লিক ও স্থানীয় ৪/৫জন আমার ঘেরের করে মাছ ধরছে,চিৎকার করলে তারা দ্রুত গতিতে নৌকাযোগে পালিয়ে। কিছুদিন পূর্বে তাদের সাথে জমিসংক্রান্ত বিভিন্ন ঝামেলা চলছিলো। এ ঘটনার সূত্র ধরে এ ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও