‘বিভেদ নয় ঐক্য চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি চাই-কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা

অক্টোবর ১৯ ২০২১, ১৬:৫৬

Spread the love

‘কাউসার আহমেদ, কুবি প্রতিনিধিঃ সারাদেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক হামলা,লুটতরাজ ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও শান্তি শোভাযাত্রা কর্মসূচি পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগ । মঙ্গলবার (১৯ অক্টোবর) সকাল ১১ টার বিশ্ববিদ্যালয়ের চত্বর সংলগ্ন রাস্তায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

মোহন চক্রবর্তীর সঞ্চালনায় কুমিল্লায় ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে মানবন্ধনে বক্তারা বলেন, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিন্তু একটি সাম্প্রদায়িক গোষ্ঠী এদেশের দীর্ঘদিনের এ ঐতিহ্যকে ধ্বংস করতে চায়।

তারা বিভিন্ন অন্যান্যা ধর্মাবলম্বীদের উপর হামলা করছে। যার ফলে অস্থিতিশীল হয়ে উঠছে সারাদেশ। আমরা চাই এই সাম্প্রদায়িকতার গোড়া সমূলে ধ্বংস করা হোক। তাহলেই কেবল এই ধরনের ঘটনা বন্ধ করা সম্ভব।

ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী ঐশী ভৌমিক বলেন, দেশের আগের ঘটনাগুলোর বিচারহীনতার কারণেই এই ঘটনা গুলো বারবার ঘটছে। শিশুদেরকে যদি সঠিকভাবে নৈতিক এবং ধর্মীয় শিক্ষা দেয়া হয় তাহলে এই ঘটনা গুলো রুখে দেয়া সম্ভব।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, আমরা মুসলমানরা যেমন মসজিদে মুর্তি রাখব না তেমনি হিন্দুরাও প্রতিমার উপর কোরআন রাখবে না। যারা এমন এটি ঘটিয়েছে অবশ্যই তারা এটি পরিকল্পনা করে করেছে।

এদল মানুষ রাজনৈতিক স্বার্থ হাসিল করতে চাই। কারন হিসাবে যদি দেখি তাহলে ভিডিও করা তারপর পুজা মণ্ডপে হামলা করার দৃশ্য দেখলে বুঝতে পারি। আমরা কঠোর হস্তে প্রতিরোধ করবো।

বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ্র দেব বলেন, ১৯৪৭ সাল থেকেই এই সাম্প্রদায়িক অপশক্তি বাংলাদেশে চলে আসছে। ধারাবাহিকভাবে বিভিন্ন সময় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে।

সম্প্রতি কুমিল্লার ঘটনার পর থেকে বিভিন্ন যে সাম্প্রতিক সহিংসতা ঘটছে তার পেছনে কারা জড়িত তা খুজেঁ বের করতে হবে। অন্যথায় বাংলাদেশ আফগানিস্তানে রূপ নিবে। প্রশাসন অবশ্যই জানে কারা এর সাথে জড়িত তাদের খুজেঁ বের করে বিচারের আওতায় আনতে হবে।

এসময় ইংরেজি বিভাগের সভাপতি ড. বনানী বিশ্বাস, ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের প্রভাষক সংগীতা বসাক, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক তমা সাহা, ফার্মেসী বিভাগের প্রভাষক জয় চন্দ্র রাজবংশী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মাজেদসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও এসময় বক্তব্য রাখেন কাজী নজরুল ইসলাম হল শাখা ছাত্রলীগের সভাপতি ইমরান হোসাইন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সাধারণ সম্পাদক হানিফ ওয়াহিদ এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের এনায়াতুল্লাহ।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও