দেওয়ানগঞ্জের পাররামরামপুরর বিনা ধান ১১ এর ক্রোপকাটিং ও মাঠ পরিদর্শন

অক্টোবর ১৯ ২০২১, ১৭:০১

Spread the love

রিয়াদ হাসান হৃদয়,জামালপুর জেলা প্রতিনিধিঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নে বিনা ধান ১১ এর ক্রোপকাটিনং ও মাঠ পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৯ শে অক্টোবর দুপুর ২.০০ ঘটিকায় তারাটিয়া বাজার এর পাশে ওহেদ আলীর ক্ষেত হতে ধান কাটা হয়।তখন ধান মেপে দেখা যায় এই ক্ষেতে প্রতি একরে কাচা অবস্থায় ৬০ মন ও শুকনো অবস্থায় ৫২ মন হবে বলে ধারনা করা হচ্ছে।

সে সময় উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসার পরেশ চন্দ্র দাস।আরও উপস্থিত ছিলেন,মাহমুদুর হাসান জনি কৃষি সম্প্রসারণ অফিসার দেওয়ানগঞ্জ।
উপস্থিত ছিলেন,ফিরোজ আহমেদ উপ-সহকারি কৃষি কর্মকর্তা পাররামরামপুর ইউনিয়ন। কৃষক আহাদ আলী, ও এ্যামকো এগ্রিকালচারাল ইন্ডাষ্ট্রিজ এর এরিয়া ফিল্ড অফিসার মোঃ রফিকুল ইসলাম।

সে সময় উপজেলা কৃষি অফিসার বলেন,এবার বিনা ধানের ব্যাপক ফলন হয়েছে।সামনে এই ধান চাষের পরিমান আরোও যাতে বৃদ্ধি হয় সে দিক প্রচার করা হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও