ঠাকুরগাঁওয়ে সিএসও কমিটির সাথে প্রাণী সম্পদ বিভাগের সংলাপ অনুষ্ঠিত 

অক্টোবর ১৯ ২০২১, ১৭:০৫

Spread the love

নুর আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে জেলা সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রমোশন অফ সোশ্যাল পার্টনারশীপ ফর ইমপাওয়ারমেন্ট অব মারজিনালাইজ্ড কমিউনিটিস ইন ৬ ডিসট্রিক্টস এন্ড এ্যাট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ (প্রসপেক্ট) প্রকল্পের আওতায় জেলা সিএসও কমিটি ও বেসরকারি সংস্থা মানবকল্যাণ পরিষদের যৌথ উদ্যোগে আজ সোমবার (১৮ অক্টোবর) বিকেলে এমকেপি ট্রেনিং সেন্টারে এ জেলা সিভির সোসাইটি অর্গানাইজেশন (সিএসও) কমিটির সাথে প্রাণী সম্পদ বিভাগের সংলাপ সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারী নেত্রী ভক্তি রাণী ও জাতীয় সাংবাদিক সংস্থা ঠাকুরগাঁও জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ । সংলাপে সমাজকর্মী মাসুদ আহম্মেদ সুবর্ণ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংবাদিক এস এম জসিম, মনসুর আহমেদ, নাট্যকর্মী মো: উজ্জল, নারী নেত্রী নুরুন নাহার বেগম, সালমা বেগম, এমকেপি’র প্রকল্প কর্মকর্তা রওশন আরা বেগম প্রমুখ।

সংলাপে ঠাকুরগাঁও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ সিএও কমিটির সামনে প্রাণী সম্পদ বিভাগের সরকারি ও নাগরিক সুযোগ সুবিধা তুলে ধরেন। পরে মানবাধিকার নাগরিক অধিকার বাস্তবায়নে বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

সংলাপে জেলা সিএসও কমিটির সদস্যরা ছাড়াও সরকারি কর্মকর্তা, সাংবাদিক নেতা, নারী নেত্রী, সমাজ কর্মী, নাট্য কর্মী, এনজিও কর্মীরা অংশ নেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও