রামপালের শোকের ছায়া, চির নিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল জলিল

ডিসেম্বর ২৭ ২০২১, ২১:০৯

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব,ব্যুরো প্রধান খুলনাঃ বাগেরহাট রামপালে শোকের ছায়া নেমেছে রামপাল সদর ইউনিয়ন নিবাসী মৃত এলাহী বক্সের একমাত্র পুত্র, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদীর পিতা, বীর মুক্তিযোদ্ধা বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল জলিল আজ সকাল ৯:১৫ মিনিটের সময় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন )।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর মরহুমের জানাজার নামাজ আজ আসর বাদ রামপাল কোর্ট মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে । জানাযার নামাযের পূর্বে বাগেরহাট জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ,বীর মুক্তিযোদ্ধা,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পুস্পমাল্য প্রদান৷ মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উক্ত জানাজার নামাজে উপস্থিত থাকেন রামপাল উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,রামপাল উপজেলা নির্বাহী অফিসার মোঃ কবীর হোসেন,সাবেক রামপাল উপজেলা চেয়ারম্যান ও বাগেরহাট জেলা আওয়ামী লীগ কার্যনির্বাহী সদস্য আলহাজ্ব শেখ মোহাম্মদ আবু সাঈদ,রামপাল থানা কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দীন,বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক ও ১০ নং বাঁশতলী ইউনিয়নের চেয়ারম্যান
মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল (ভিপি সোহেল)।

খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ আবু হানিফ, ভোজপাতিয়া ইউনিয়নের চেয়ারম্যান তরফদার মাহফুজুল হক টুকু,রামপাল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সরদার বোরহানউদ্দিন,বাঁশতলী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ যুগ্ন আহবায়কমোঃ কামরান হোসেন সহ রামপাল উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান,আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ,এবং ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত থাকেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও