দিনাজপুর বিরলে ইভিএম-এর উপকরণ এসেছে উপজেলা নির্বাচন অফিসে।

ডিসেম্বর ২৮ ২০২১, ২৩:১৩

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দশম ইউনিয়ন পরিষদ নির্বাচন ষষ্ঠ ধাপে আগামী ৩১ জানুয়ারি সারাদেশের ২১৯টি ইউপি’র ন্যায় দিনাজপুর বিরল উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই দিন উপজেলার ৩নং ধামইর, ৪নং শহরগ্রাম, ৬নং ভান্ডারা, ৮নং ধর্মপুর, ৯নং মঙ্গলপুর ও ১০নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ গুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

দিনাজপুর বিরলে এবারই প্রথম উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদেই ই.ভি.এম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে। ইতিমধ্যে বিরল উপজেলা নির্বাচন অফিসে ই.ভি.এম-এর উপকরণ এসে পৌঁছেছে।

বিষয়টি নিশ্চিত করেন বিরল উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস।

উপজেলা নির্বাচন অফিসার আব্দুল কুদ্দুস বলেন, ই.ভি.এম-এর মাধ্যমে আঙুলের ছাপ, স্মাট কার্ড পাঞ্চ করে এবং জাতীয় পরিচয় পত্রের নম্বর ব্যবহার করে এই ৩টি পদ্ধতিতে ভোট গ্রহণ করতে পারবে কমিশন। এজন্য নির্বাচনের পূর্বেই ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ ও ভোটারদের জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও