ডিজিটাল বাংলাদেশের কারণে দেশের মানুষের অবস্থা বদলে গেছেঃ হুইপ ইকবালুর রহিম(এমপি)

মে ০৫ ২০২২, ১৯:৪৫

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুরে হলি ল্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে হলি ল্যান্ড কলেজ পুনর্মিলন উৎসব-২০২২-এর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(৫ মে) দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে হলি ল্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে হলি ল্যান্ড কলেজ পুনর্মিলন উৎসব-২০২২-এর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম(এমপি)।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‌‘ডিজিটাল বাংলাদেশের কারণে দেশের মানুষের অবস্থা বদলে গেছে। দেশ আজ এগিয়ে গেছে। গ্রামের তৃণমূল মানুষের অবস্থার সার্বিক উন্নতি হয়েছে।অবকাঠামোর উন্নয়ন হয়েছে। এসব সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে।’ নতুন প্রজন্মকে শিক্ষার আলোয় আলোকিত করতে বর্তমান সরকার একটি আধুনিক ও যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে শিক্ষার্থীদের বিশ্বমানের করে গড়ে তুলতে হবে। তাদের আধুনিক যুগোপযোগী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের জ্ঞান-বিজ্ঞান, নীতি-নৈতিকতার শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।

হলি ল্যান্ড কলেজের সাবেক শিক্ষার্থী মোঃ মুহাইমিনুর রহমানের সভাপতিত্বে ও মোঃ জামিউর রহমান দুর্জয়ের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন হলি ল্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন, কলেজের সহ-সভাপতি সৈয়দ সায়েম আহমেদ মিঠু, পরিচালক (শিক্ষা) মোঃ সালাউদ্দীন খোকন, সাবেক শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ সাগর।

অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন, সাবেক শিক্ষার্থী আল রাশিদ তৌমির, মুবতাসিম ফুয়াদ অন্তু, সিফাত জাহান অন্তু, আবদুর রাকিব, হাসেম বাঁধন, রক্তিম চৌধুরীসহ অন্য শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও