ক্যাসিনো ডন খ্যাত সেলিম প্রধান এবার রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যানপ্রার্থী
নজরুল ইসলাম লিখন, রুপগঞ্জঃ ক্যাসিনো কাণ্ডের বহু আলোচিত- সমালোচিত রূপগঞ্জের ডন সেলিম প্রধান এবার রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছেন। এরই মধ্যে আলোচিত এই ব্যক্তি কিছু গণসংযোগের ভিডিও ও স্থির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।
জানা যায়, ক্যাসিনো বিরোধী অভিযান চলাকালে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাইল্যান্ডগামী বিমান থেকে সেলিম প্রধানকে গ্রেফতার করা হয়। এরপর তার বাসা ও অফিসে অভিযান চালিয়ে বেশি-বিদেশি মুদ্রা বিপুল পরিমাণ বিদেশী মদ জব্দ করা হয়। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের মামলায় তিনি চার বছর সাজা খেটেছেন এবং তার নামে আরও তিনটি মামলা বিচারাধীন আছে।
উপজেলা পরিষদ আইন অনুসারে, কোন ব্যক্তি নৈতিক স্থলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের বেশি দণ্ডিত হলে তার মুক্তি লাভের পাঁচ বছর অতিবাহিত হওয়ার আগ পর্যন্ত উপজেলা চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে পারবে না।
এ ব্যাপারে সেলিম প্রদান বলেন, দুদকের মামলায় আপিল ও সাজা স্থগিত করতে আমি হাইকোর্টে আবেদন করেছি তাই আমার নির্বাচন অংশগ্রহণ করতে আইনগত কোন বাধা নেই।