পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে চিরিরবন্দরে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

এপ্রিল ২২ ২০২৪, ০৮:৪৯

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর চিরিরবন্দরে জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবি ও যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় ব্যাক্তিবর্গের অংশগ্রহনে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৮ এপ্রিল) সকালে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস হলরুমে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের বাস্তবায়নে পরিকল্পিত পরিবার গঠন,বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকার আইইএম ইউনিটের উপ পরিচালক (এমপি) মোঃ ইফতেখার রহমান।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ জাকিরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুনাল্ট চাকমা, দিনাজপুর জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ পরিচালক মোঃ সাইফুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সিসি প্রকল্পের সহকারি পরিচালক ডাঃ মোঃ রেজাউল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারি পরিচালক মোঃ ওবায়দুর রহমান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লায়লা বানু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সুনীল কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আলিম সরকার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমূখ বক্তব্য রাখেন।

কর্মশালায় সকল ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ঈমাম, পুরোহিত, ইউপি সদস্য- সদস্যাসহ বৃন্দ উপস্থিত ছিলেন।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও