দিনাজপুর চিরিরবন্দরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

মার্চ ১৭ ২০২১, ২১:২৬

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বঙ্গবন্ধু হলে কেক কেটে মুজিব জন্মশতবার্ষিকী উদযাপন ও শিশু দিবস পালন করা হয়েছে।
আজ বুধবার(১৭ মার্চ)সকাল থেকে ধাপে ধাপে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও শিশু দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, নারী উন্নয়ন ফোরাম এর আয়োজনে দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় জাতীয় পতাকা উত্তোলন,শ্রদ্ধাঞ্জলী অর্পণ,কেক কাটা ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা নির্বাহি অফিসার(ইউএনও) আয়েশা সিদ্দিকা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরতিজা হাসান, চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান মোঃ তারিকুল ইসলাম (তারিক),চিরিরবন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান ও নারী উন্নয়ন ফোরামের সভাপতি মোছাঃ লায়লা বানু,উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী জ্যোতিষ চন্দ্র রায়, চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আইয়ুবুর রহমান শাহ, চিরিরবন্দর থানা অফিসার ইনচার্জ(ওসি) সুব্রত কুমার সরকার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও উপজেলার কর্মকর্তা কর্মচারীগণ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও