বিডি জবস’র প্রধান নির্বাহী ফাহিম মাসরুর ছাড়া পেয়েছেন

এপ্রিল ২৬ ২০১৮, ০০:০৭

Spread the love
বিডি জবসের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাসরুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে। আজ বিকেলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছেন সাইবার ক্রাইম ইউনিটের এডিসি নাজমুল আলম।

ফেসবুকে প্রধানমন্ত্রীকে অবমাননার অভিযোগে বুধবার দুপুর ১টার দিকে রাজধানীর কারওয়ান বাজারের বিডিজবসের কার্যালয় থেকে এ কে এম ফাহিম মাসরুরকে আটক করা হয়েছিল।

এ কে এম ফাহিম মাসরুরের বিরুদ্ধে গত ২২ এপ্রিল কাফরুল থানায় মামলাটি করেন মো. আল সাদিক। তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় করা ওই মামলার বিবরণে জানা যায়,  এ কে এম ফাহিম মাসরুরের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোটা সংস্কার আন্দোলনের নামে  উস্কানিমূলকভাবে মিথ্যা ও অপমানমূলক স্ট্যাটাস ও তথ্য আপলোড করে আইনশৃঙ্খলার অবনতিসহ দেশে অরাজক ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার অভিযোগ আনা হয়েছে।

এ কে এম ফাহিম মাসরুর বাংলা সোশ্যাল মিডিয়া বেশতো এবং ই-কমার্স প্রতিষ্ঠান আজকের ডিলের প্রধান নির্বাহী। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর সভাপতির দায়িত্বও পালন করেছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও