সংক্রমণ ঠেকাতে চট্টগ্রাম -কক্সবাজার সড়কে কঠোর তল্লাশি পুলিশ ও সেনাবাহিনীর

জুলাই ০৭ ২০২১, ১৩:৪৩

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি : করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কঠোর লকডাউনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্যারটেকে কড়া তল্লাশি চালাচ্ছে শৃঙ্খলা বাহিনী।কর্ণফুলী থানা পুলিশের নিয়মিত চেক পোস্টের পাশাপাশি সেনাবাহিনীরর সদস্যরা ও গাড়ি তল্লাশি করছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট, হাইওয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্হিত ও চোখে পড়ার মত। কঠোর লকডাউনে বাইরে বের হওয়ার মতো জরুরি প্রয়োজনের কাগজপত্র, কর্মজীবীদের পরিচয়পত্র, জাতীয় পরিচয় পত্র কিংবা সন্তোষজনক জবাব দিতে না পারলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। কোন গাড়ি বাড়াবাড়ি করলে বা মিথ্যার আশ্রয় নিলে কিংবা অজুহাত দিয়ে পার পাওয়ার অপচেষ্টা করালেই গাড়ি আটক করে মামলা।

মঙ্গলবার (৬ জুলাই) সকালে এমন চিত্র দেখা গেছে। এ বিষয় জানতে চাইলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, করোনা সংক্রমণ বেড়ে যাওয়া সরকারি নির্দেশিত কঠোর বিধি নিষেধ প্রতি পালন করছি আমরা। থানার নিয়মিত চেক পোস্টের সদস্য সংখ্যা বাড়িয়ে ৮ জনে উন্নীত করা হয়েছে।টহল টিমও আছে।সবচেয়ে বড় কথা সেনাবাহিনীরর সদস্যরা মইজ্যার টেকসহ আশেপাশের এলাকার ব্যাপক তল্লাশি চালিয়েছেন।তিনি জানান, জরুরি প্রয়োজন ছাড়া কেউ বের হলে আমরা গাড়ি ফিরিয়ে দিচ্ছি।গাড়ি নিয়ে বের হওয়ার সন্তোষজনক কারণ দেখাতে না পারলে আটকও করছি। পাশাপাশি মুমূর্ষু রোগী পরিবারসহ প্রজ্ঞাপন অনুযায়ী যাদের চলাফেরা অনুমতি দেওয়া হয়েছে তাদের চলাচলে সহযোগিতা করছি।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ে সূত্র জানা গেছে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৮৯০ টি নমুনা পরীক্ষা করোনা শনাক্ত হয়েছে ৬৬২ টি জনের। এর মধ্যে নগরের ৪৪৯ জন এবং উপজেলায় ২১৩ জন।এ নিয়ে মোট আক্রান্ত ৬১ হাজার ৫৮৯ জন।এই দিন করোনা ৯ জন মারা হেছেন। এর মধ্যে ৭ জন উপজেলা এবং ২ জন নগরে।১৪ উপজেলার প্রায় প্রতি টিতেই বেড়েছে সংক্রমণ।দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ১০ জন, সাতকানিয়ার ১ জন, বাঁশখালিতে ৯ জন, আনোয়ারায় ৫ জন, চন্দনাইশে ২ জন,পটিয়া ৮ জন, ও বোয়ালখাল্রি তে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। গত সোমবার (৫ জুলাই) উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৩ জন, রাউজানে ২০ জন, ফটিকছড়িতে ৩২ জন, হাটহাজারীতে ২১ জন, সীতাকুন্ড ৪৮ জন, মিরসরাইতে ৩৮ জন,সন্দ্বীপ ২ জন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও