দিনাজপুর পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয়ে ছাদ বাগান তৈরি

জুলাই ১৯ ২০২১, ২১:২৩

Spread the love

এনামুল মবিন(সবুজ,জেলা প্রতিনিধি দিনাজপুরঃ “গাছই জীবন তাতেই ভুবন, তাই করো সবে বৃক্ষরোপণ”

সৃজনশীলতাই যার কর্ম, একাধারে তিনি একজন সুদক্ষ প্রশাসক, মানবিক গুনের পরিচায়ক, একজন সৃষ্টিশীল নেতৃত্ব, আমাদের অভিভাবক, জেলা পুলিশের অহংকার। মানবিক পুলিশ সুপার, মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার)।

বছরব্যাপী ফল উৎপাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর কৃষি উদ্যান তত্ত্বের সহযোগিতায়, পুলিশ সুপারের কার্যালয়ের ছাদে বাগান তৈরী করেন।

কৃষি উদ্যান তত্ত্বের ডিডি, দিনাজপুর মোঃ এজাম উদ্দিন এবং এছাড়াও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাদ বাগানে বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হয় যেমন- তাইওয়ান গ্রিন, তাইওয়ান রেড, বারি আম-৪, আম্রপালি, গৌড়মতি, ৪ কেজি, ৩ কেজি, কিউজাই, বারি আম-১১, সূর্যডিম, ব্যানানা ম্যাংগো, বারি মাল্টা-১, ভিয়েতনামী মাল্টা, চাইনিজ কমলা, বারি কমলা-১, দার্জিলিং কমলা, থাই-৩ পেয়ারা, থাই-৫ পেয়ারা, থাই-৭ পেয়ারা, আলু বোখারা, থাই জাম্বুরা, ডালিম বলসুন্দরী, আপেল কুল, ড্রাগন কাটিং ইত্যাদি।

উক্ত ছাদে গাছ লাগানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), মোঃ মমিনুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), মোঃ আসলাম উদ্দিন ও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও