দিনাজপুরে ডিবি পুলিশ ৫০ বোতল কোডিন মিশ্রিত ফেন্সিডিল ও ১টি প্রাইভেট কারসহ আটক ২

অক্টোবর ১২ ২০২১, ১৮:১৯

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর কোতয়ালী থানা এলাকার খোকন মৌলভীর মোড় নাম স্থানে অভিযান চালিয়ে ৫০বোতল কোডিন মিশ্রিত ফেন্সিডিল এবং ১টি সাদা রঙের প্রাইভেট কারসহ ২ জন কে গ্রেফতার করেছে দিনাজপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রোববার (১০ অক্টোবর) রাত ৯ টার দিকে দিনাজপুর জেলা পুলিশ সুপার, মোহাম্মদ আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) এর দিক নির্দেশনায়,অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, জেলা গোয়েন্দা শাখা, দিনাজপুর এর নেতৃর্ত্বে জেলার কোতয়ালী থানা এলাকার খোকন মৌলভীর মোড় নাম স্থানে মাদক উদ্ধার অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কৃত আসামি হলেন, দিনাজপুর রামনগর মামুনের মোড় এলাকার মৃত- আজাহার আলীর ছেলে পলাশ(৩৫), দিনাজপুর বিরল উপজেলার আকরগ্রাম এলাকার আব্দুল লতিফ এর ছেলে শাহ্ জালাল(৩৯)।জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি)মোস্তাফিজার রহমান তথ্যটি নিশ্চিত করেন।

মোস্তাফিজার রহমান আরো বলেন, দিনাজপুর ডিবি পুলিশের একটি দল রাত ৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি বিরল উপজেলার গগনপুরসীমান্ত থেকে একটি প্রাইভেট কারে মাদকদ্রব্য পাচার হচ্ছে। আমরা সে সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থানে গাড়ি তল্লাশি শুরু করি। পরে দিনাজপুর জেলার কোতয়ালী থানা খোকন মৌলভীর মোড় নাম স্থানে মাদক উদ্ধার অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।

এসময় তাদের কাছ থেকে দা কালো রঙের প্লাস্টিকের বস্তায় রক্ষিত দুটি লাল হলুদ রঙের প্লাষ্টিকের বাজারী ব্যাগের ভিতর হইতে (২৫+২৫)=৫০ (পঞ্চাশ) বোতল কোডিন মিশ্রিত মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার এবং মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সাদা রঙের প্রাইভেট কার জব্দ করা হয়।

এ বিষয়ে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে আজ সোমবার দুপুরে সোপর্দ করা হয়েছে।মাদকের বিরুদ্ধে দিনাজপুর জেলা পুলিশের বিশেষ অভিযান চলমান রয়েছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও