তাহলে প্রধানমন্ত্রী প্রকাশ করছেন না কেন?

অক্টোবর ০১ ২০১৮, ১৫:০৩

Spread the love

‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’- বইটি প্রকাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে অভিযোগ করেছেন তা প্রকাশ করতে আহ্বান জানিয়েছেন বইটির লেখক বাংলাদেশের সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

বিবিসি বাংলার কাছে তিনি দাবি করেছেন বইটি তিনি নিজে লিখে নিজের উদ্যোগে প্রকাশ করেছেন, অন্য কারো এতে কোনো ইন্ধন নেই।বইটি প্রকাশের পেছনে অনেকের ইন্ধন, উদ্যোগ এবং সাহায্যের ব্যাপারে প্রধানমন্ত্রীর অভিযোগ প্রত্যাখ্যান করে সিনহা বলেছেন, ‘প্রধানমন্ত্রী যদি জানেন, তাহলে তা প্রকাশ কেন করছেন না? সাংবাদিকদের তা বের করতে বলছেন কেন?’

বিচারপতি সিনহা বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায় লেখা নিয়েও তাকে একই ধরনের কথা শুনতে হয়েছে।তারা কখনো বলেছে আইএসআই এই রায় লিখে দিয়েছে, কখনো বলেছে ড. কামাল হোসেন লিখে দিয়েছেন। আবারো এখন এই বই নিয়ে একই প্রশ্ন।’
তিনি বলেন, ব‘ইটিতে তার ব্যক্তিগত সব অভিজ্ঞতা তিনি লিখেছেন যেটা অন্য কারো পক্ষে লিখে দেওয়া সম্ভব নয়।’‘বইটিতে কিছু ভুল রয়ে গেছে, মুখবন্ধে আমি তার জন্য দুঃখ প্রকাশও করেছি। অন্য কেউ যদি এডিট করে দিত, তাহলে এই ভুলগুলো থাকতো না।’

‘আসলে স্বৈরশাসনে যারা মনোনিবেশ করেন, হিটলারের ইতিহাস যদি দেখেন, তার গোয়েন্দারা মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করতো। সরকারের যে সব বাহিনী এখন আছে, তাদের কথাই এখন প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) মুখে ফুটে ওঠে।’‘উনি (প্রধানমন্ত্রী) কেন এত ভয় পাচ্ছেন, এটা তো আত্মজীবণীমুলক একটি বই’ যোগ করেন সিনহা। ব্রেকিংনিউজ

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও