কলকাতার নাগেরবাজারে গ্রেনেড হামলা বালক নিহত

অক্টোবর ০৩ ২০১৮, ১০:৩৯

Spread the love

অভিশপ্ত ২ অক্টোবর। খাগড়াগড়ে জেএমবি’র গ্রেনেড তৈরির কারখানায় বিস্ফোরণের চতুর্থ বর্ষপূর্তি। আর সেদিনই খাস কলকাতার নাগেরবাজারে প্রচণ্ড আওয়াজ ছড়িয়ে হল গ্রেনেড বিস্ফোরণ।

মঙ্গলবার সকাল ৯টায় কেঁপে উঠল গোটা কলকাতা, আতঙ্কিত পশ্চিমবঙ্গ।

ঘটনাস্থলেই বিভাস ঘোষ নামের আট বছরের এক বালকের মৃত্যু হয়েছে। জখম হয়েছে আরও পাঁচজন। এর মধ্যে ওই বালকের মা সীতা ঘোষের শরীরের অর্ধেক ঝলসে গিয়েছে বিস্ফোরণের তাণ্ডবে। প্রাথমিক তদন্তের পর কলকাতা

পুলিশ জানিয়েছে, বাংলাদেশের জঙ্গি সংগঠন জেএমবি’র জঙ্গিদের হাত থাকার সম্ভাবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। কারণ, যে ধরনের বিস্ফোরণ ঘটেছে এবং বিস্ফোরকের স্টাইল দেখে গোয়েন্দারা নিশ্চিত এর আগে সিলেট, রাজশাহী, সুনামগঞ্জে জেএমবি’র সন্ত্রাসীরা এমন গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে।

ঘটনার খবর পেয়ে এদিন সন্ধ্যায় বাংলাদেশের গোয়েন্দারা পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত পশ্চিমবঙ্গ পুলিশের সঙ্গে যোগাযোগ করে নাগেরবাজার বিস্ফোরণের তথ্য সংগ্রহ করেছেন।

বর্ধমান শহরের খাগড়াগড়ে ২০১৪ সালের ২ অক্টোবর একটি বাড়িতে বিস্ফোরণ হয়েছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছিল দু’জনের। তদন্তে নেমে স্পষ্ট হয়েছিল জেএমবি’র হাত।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও