বাংলাদেশী যুবকের মরদেহ ৩ দিন পর ফেরত দিচ্ছে বিএসএফ

ফেব্রুয়ারি ২১ ২০২৩, ১৪:৩০

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর হিলি সীমান্তে বাংলাদেশী নিহত সাহাবুল হোসেনের মরদেহ ৩ দিন পর ফেরত দিচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী(বিএসএফ)।

সোমবার(২০ ফেব্রুয়ারী) সকালে হিলি সীমান্তের কামালগেট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সঙ্গে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী (বিএসএফ)এর পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

পতাকা বৈঠকে বিজিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন, হিলি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুব হোসেন ও বিএসএফের পক্ষে ছিলেন ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার বিসি জোসি।

জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকেল সাড়ে ৪টায় সাহাবুল হোসেন নামে বাংলাদেশী ওই যুবকের মরদেহটি ফেরত দেবে বলে বিএসএফ আমাদের জানিয়েছে।

উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথ ভুলে সীমান্ত অতিক্রম করে ভারতে ঢুকে পড়েন সাহাবুল হোসেন বাবু। এ সময় বিএসএফ সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও