রূপগঞ্জে এইচএসসি শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ

ডিসেম্বর ২৯ ২০২১, ১৭:৩২

Spread the love

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ  নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় ৭০ থেকে ৫০% সিলেবাস কমিয়ে ৩টি বিষয়ে পরিক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে উপজেলার ভুলতা গাউছিয়া ফ্লাইওভার এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ মানববন্ধন করা হয়। এসময় শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিলে মহাসড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। পরে স্কুলের শিক্ষকরা তাদের দাবি শিক্ষামন্ত্রণালয়ে জানানো হবে বলে আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবস্থান থেকে সড়ে আসেন।

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থীরা রোবট নয় মানুষ গত বছরে করোনার কারণে ঠিকমত ক্লাস করানো হয়নি বা করতে পারিনি। এখন যদি সব বিষয়ে পরিক্ষা নেওয়া হয় আমরা কিভাবে পারবো। তাই আমরা ২০২২ সালের এইচএসসি পরীক্ষায় ৩ বিষয়ে ও হাফ সিলেবাসে পরিক্ষা নেওয়ার দাবি জানাই মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে।

এবিষয়ে রূপগঞ্জ উপজেলা মাধ্যমিক স্কুলের সভাপতি আব্দুল আউয়াল বলেন, শিক্ষার্থীদের এ দাবিকে আমিও সমর্থন করি। তাদের দাবি যুক্তিক, তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দাবি জানাই শিক্ষার্থীদের দিকে তাকিয়ে যেন দাবি মেনে নেয়া হয়।

তিনি আরো বলেন, গতবছর করোনা মহামারীর কারণে শিক্ষার্থীরা ঠিকমত ক্লাস করতে পারেনি। অনলাইনে ক্লাস করানো হয়েছে, তাই তারা পিছিয়ে রয়েছে, তাদের দিকে তাকিয়ে দাবি মানা উচিত।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও