সবার আগে ইমরানের বাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিন: পাক সুপ্রিম কোর্ট

অক্টোবর ০৬ ২০১৮, ১৩:৪৮

Spread the love

পাকিস্তানে বিভিন্ন অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আগে কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী ইমরান খানের বাড়ির বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সাকিব নিসার।

স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, শুক্রবার বিচারপতি নিসার বলেন, রাজধানীতে বিভিন্ন অবৈধ স্থাপনার বিষয়ে একটি মামলার শুনানির সময় তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, ক্যাপিটাল ডেভেলপমেন্ট অথরিটির (সিডিএ) উচিৎ প্রথমে বানিগালায় ইমরান খানের বাড়ির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা।

নিসারের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, প্রধানমন্ত্রী ইমরানের উচিৎ প্রথমে তার নিজের সম্পত্তিকে আইনের আওতায় আনা, যেন অন্যরা তার দৃষ্টান্ত অনুসরণ করতে পারে, জানায় পাকিস্তানের এক্সপ্রেস ট্রিবিউন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাবর আওয়ান এই বক্তব্যের জবাবে বলেছেন, তারা বিষয়টির সুরাহা করতে সিডিএকে সব রকম সহায়তা করবেন।

দেশটির জরিপ কর্তৃপক্ষ সোমবার বানিগালায় অবৈধ দখল বিষয়ে একটি প্রতিবেদন জমা দেয়ার সময় বিচারপতি নিসার বলেন, ওই এলাকায় যেই অবৈধ স্থাপনার মালিক হন, তাকে জরিমানা করা হবে।

আগে ১ অক্টোবর পাকিস্তান সুপ্রিম কোর্ট এক মন্তব্যে বলে, ইমরানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতৃত্বাধীন সরকারের উচিৎ বানিগালার ইমরানের নিজের বাড়িসহ ওই এলাকার সব স্থাপনাকে নিয়মের আওতায় নিয়ে আসা।

বানিগালার ইমরানের ঔপনিবেশিক ধাঁচে তৈরি বিশাল একটি বাড়ি রয়েছে, যাতে শয়নকক্ষই রয়েছে পাঁচটি।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও