ভূল্লী থানা উদ্বোধন উপলক্ষে পরিদর্শনে ডিআইজি আব্দুল আলীম

ডিসেম্বর ১৫ ২০২২, ১২:৩০

Spread the love

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ভূল্লী থানা শুভ উদ্বোধন উপলক্ষে পরিদর্শন করেছেন ডিআইজি, রংপুর রেঞ্জ, বাংলাদেশ পুলিশ এর মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার ভূল্লী থানা আগামী ২৯ ডিসেম্বর শুভ উদ্বোধন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগমন ও জনসভা উপলক্ষে পরিদর্শন করেন।
এ সময় তিনি থানার অবকাঠামো উন্নয়ন, অফিস কক্ষ, হাজতখানা, শয়ন কক্ষ ও জনসভার মাঠ পরিদর্শন করেন।

থানা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী, অতিরিক্ত পুলিশ সুপার সুলতানা রাজিয়া, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, সাবেক ভাইস চেয়ারম্যান আশরাফুল চৌধুরী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ চৌধুরী রিংকু, ৫ নং বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী।

১৫ নং দেবীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুর ইসলাম, ৫ নং বালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, নূরে এ আলম সিদ্দিকী মুক্তি, ৪ নং বড়গাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরঞ্জন দেবনাথ মনি, জেলা যুবলীগের উপদপ্তর সম্পাদক সাহারিয়ার মাহবুব সাওন চৌধুরী, সাংবাদিক মামুনুর রশিদ মামুন, সাংবাদিক আব্দুর রাজ্জাক বাপ্পিসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে ডিআইজি, মোহাঃ আবদুল আলীম মাহমুদ সাংবাদিকদের বলেন, ভূল্লী থানা উদ্বোধন ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করি সকলের স্বতস্ফুর্ত সহযোগিতায় আমরা কার্যক্রম শেষ করতো পারবো।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও