বৃহত্তর নোয়াখালী কর্মকর্তা ফোরাম কর্তৃক মেধাবী ছাত্রছাত্রীদের এককালীন বৃত্তি প্রদান

আনোয়ার হোসেন, বুরো প্রধান চট্টগ্রাম : বৃহত্তর নোয়াখালী ঢ়হ অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ফেনী আঞ্চলিক কমিটির আয়োজনে ফেনী সরকারি কলেজ মিলনায়তনে মেধাবী শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাগড়ড়ড়ঢ়ঋড়ৃড়ড় পরিচালক জনাব আনিস মাহমুদ , বিআরটিএ এর চেয়ারম্যান জনাব নুর মোহাম্মদ মজুমদার , ই আর ডি এর অতিরিক্ত সচিব, বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরামের মহাসচিব জনাব আনোয়ার হোসেন স্যার, ফেনী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দেলওয়ার হোসেন , ফেনীর জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাবেক সচিব, বৃহত্তর নোয়াখালী অফিসার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি ড. বেলায়েত হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ফেনী আঞ্চলিক ফোরামের সদস্যগণ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা। সভা পরিচালনা করেন ফেনী আঞ্চলিক কমিটির সম্পাদক উপজেলা স্বাস্থ অফিসার ডাক্তার মাসুদ রানা।