চাঁদাবাজির দুই কোটি টাকা ফেরত ও শাস্তির দাবিতে  ক্যাসিনো ডন সেলিমের বিরুদ্ধে আড়ত ব্যবসায়ীদের বিক্ষোভ

মে ২৬ ২০২৪, ১৪:৫০

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে অনলাইন ক্যাসিনো ডন, মানি লন্ডারিংকান্ডের সাজাপ্রাপ্ত আসামী সেলিম প্রধান জোর পূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত ২ কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন বিসমিল্লাহ আড়ৎ নামে একটি পাইকারী বাজারের ব্যবসায়ীরা। রবিবার (২৬ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকার বিসমিল্লাহ আড়তের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচী পালন করে তারা।

মানববন্ধনের ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, তারা ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ক্যাসিনো স¤্রাট ডন ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামী সেলিম প্রধানের কাছ থেকে আড়তের প্রায় ১৬ বিঘা জমি ভাড়া নেন ব্যবসায়ী মজিবুর রহমান। বিঘায় ৫০ হাজার টাকা প্রতিমাসে জমির ভাড়া দিয়ে আসছেন ৮ লাখ টাকা। এছাড়া বায়নাসহ ডোবা ও নিচু এসব জমি ভরাট করে সাড়ে ৩’শ দোকান নির্মাণ করতে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ১০ কোটি টাকা। সেলিম প্রধান জেল থেকে ছাড়া পেয়ে প্রভাব খাটিয়ে আড়তের ব্যবসায়ীদের হুমকি-ধামকি ও জোরপুর্বক প্রায় দুই কোটি টাকা হাতিয়ে নেয়। শুধু তাই নয়, তার গুন্ডা বাহিনী দিয়ে আড়ত দখলের পায়তারা করে আসছেন।

আর জন্য আড়তের সকল ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ হয়ে জোর পূর্বক ও হুমকি ধামকি দিয়ে আড়ত ব্যবসায়ীদের কাছ থেকে আদায়কৃত ২ কোটি টাকা চাঁদা ফেরত ও শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেন।###

রূপগঞ্জে গোলাকান্দাইল ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
রূপগঞ্জ প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থ বছরের ৪ কোটি ৭ লক্ষ্য ৪১ হাজার ৩শ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ মে) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ বাজেট ঘোষণা করা হয়।

উন্মুক্ত বাজেট ঘোষণা করেন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান তুহিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাত্তার চৌধুরী, নাইম ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালাম ভুইয়া, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নাসির মিয়া, ইউপি সদস্য তপন কুমার ঘোষ, জামাল মিয়া, আক্তার হোসেন, বাচ্চু, রফিকুল ইসলাম, নাইম মিয়া, নুরুল ইসলাম, মোজাম্মেল হোসেন খোকন, মহিলা ইউপি সদস্য রেখা আক্তার, নুরজাহান বেগম, শিল্পী আক্তারসহ স্থানীয় জন সাধারণ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও