ফলাফল ঘোষণার পর গন্ডগোল অনর্থক বরং নির্বাচনী ট্রাইব্যুানালে অভিযোগ করবেন- ইসি রাশেদা

মে ২৬ ২০২৪, ১৭:৩২

Spread the love

এনামুল মবিন(সবুজ),জেলা প্রতিনিধি দিনাজপুরঃ রোববার (২৬ মে) রোববার সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফরের সভাপতিত্বে উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা ।

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, দেশে ৪৪টি নিবন্ধিত রাজনৈতিক দল আছে। প্রত্যেকটি দলের স্বাধীনতা আছে নির্বাচনে অংশ নেওয়া, না নেওয়া। সেখানে কারও হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। তবে ইসি সব সময় চায় নির্বাচনে সব দল আসুক।

রাশেদা সুলতানা আরও বলেন, প্রিসাইডিং অফিসাররা কেন্দ্রে ফলাফল ঘোষণার পর তা পরিবর্তনের আর কোনো সুযোগ তাদের হাতে থাকেনা। কাজেই যারা ফলাফল ঘোষণার পর গন্ডগোল করেন তা অনর্থক। তার চেয়ে বরং আইনের আশ্রয় নিবেন, নির্বাচনী ট্রাইব্যুানালে অভিযোগ করবেন। কেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দিলে, জোর করে জাল ভোট দিলে কেন্দ্রে ও বাইরে থাকা আইশৃঙ্খলা বাহিনীকে জানান, তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন। এরপরও ফল না হলে সাংবাদিকদেরও জানান। তারা অনিয়মের খবর তাদের মিডিয়ায় তাৎক্ষণিকভাবে তুলে ধরবেন।

তিনি আরও বলেন, আমরা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করার জন্য যা যা করণীয় তাই করছি। প্রার্থীদের ভোটে জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। একটি পদে একজনই নির্বাচিত হবেন। কাজেই নির্বাচনে হেরে গিয়ে গোলযোগ করার অভ্যাস পরিহার করতে হবে।

সাংবাদিকদের প্রশ্নে উত্তরে তিনি বলেন, যারা দায়িত্ব পালন করে তারা সবাই সমান নয়। তবে সাংবাদিকদের কাজ হলো, নিয়মের মধ্যে থেকে নিজেদের কাজ আদায় করা। যারা ভালো আচরণ করেননা তাদেরকে আমরা সর্তক করব যেন সাংবাদিকদের নিয়মের মধ্যে থেকে সব ধরনের সহযোগিতা করেন।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাকিল আহমেদ, পুলিশ সুপার ইফতেখার আহমেদ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম, জেলার সিনিয়র নির্বাচন অফিসার মোঃ কামরুল ইসলাম প্রমুখ।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও