পূজা শুধু হিন্দুদের নয়, আমাদেরএ সার্বজনীন উৎসব- এনসিপির যুব সংগঠক সাইফুল ইসলাম রোমান

রূপগঞ্জ প্রতিনিধিঃএনসিপির যুব সংগঠন জাতীয় যুবশক্তি এর কেন্দ্রীয় সংগঠক নেতা রূপগঞ্জের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান। দুর্গাপূজা উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তি এর কেন্দ্রীয় সংগঠক নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম রোমানের নেতৃত্বে রূপগঞ্জ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ ঘুরে দেখেছেন। মঙ্গলবার (০১ নভেম্বর) রাতে ৭ থেকে শুরু করে এনসিপি যুব সংগঠন জাতীয় যুবশক্তি রূপগঞ্জ শাখার উদ্যোগে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে মুড়াপাড়া কালী মন্দির,বানিয়াদী ঋষিপাড়া মন্দিরসহ বেশকিছু পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, মণ্ডপ কমিটির সভাপতি-সম্পাদক ও ভক্তদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি পূজার আয়োজনের প্রশংসা করে বলেন,বাংলাদেশ সব ধর্মের মানুষ মিলেমিশে উৎসব পালন করে আসছে যুগ যুগ ধরে। পূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয় এটি আমাদের সার্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি মনে করেন যে সরকার ও প্রশাসন পূজার সময় পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করেছেন। বিভিন্ন মন্ডপে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনের সময় পূজা উদ্যোক্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তিনি এসব সমস্যা সমাধানে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
এনসিপি যুব সংগঠন জাতীয় যুবশক্তি এর কেন্দ্রীয় সংগঠক নারায়ণগঞ্জ ১ রূপগঞ্জ আসনের সম্ভাব্য প্রার্থী সাইফুল ইসলাম রোমান বলেন,জুলাই অভ্যুত্থান পরবর্তীসময়ে যখন আমাদের আবার আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়। এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের প্রথম ব্যর্থতা। যখন মানুষ আবার রাজপথে নামলো তাদের জায়গা থেকে। নামার পরে মানুষ দিনের পর দিন আন্দোলন করেছে। যমুনা ঘেরাও পর্যায় পর্যন্ত গেলো। তখন তারা রাজনৈতিক নিষিদ্ধের ধাপে গেলো।
তিনি আরও বলেন, আমাদের মনে হয়ে চাপের কারণে নির্বাচন কমিশন স্বেচ্ছাচারিতা বা বৈষম্যমূলক আচরণ করছে। তারা আমাদের শাপলা প্রতীক দেবেন না। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচন কমিশন একটা স্বাধীন প্রতিষ্ঠান হয়ে স্বেচ্ছাচারী আচরণ করেন। আমরা একদম দৃঢ় ভাবে বিশ্বাস করি তাদের দ্বারা এ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। ফ্যাসিস্ট সরকার কে বিতারিত করে নতুন রাজনৈতিক ধারাকে বাস্তবায়ন করতে একই দলের একই সংগঠনের হস্তক্ষেপ সাধন করা হয়েছে। যার ফলশ্রুতিতে দেশে এক নায়ক তন্ত্র ও রাজনৈতিক আগ্রাসন প্রতিষ্ঠিত হয়েছিল যার প্রতিকারের জন্য আজ এনসিপির জন্ম।
এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টি প্রধান সমন্বয়কারি মো: ইউসুফ হোসাইন, রূপগঞ্জ উপজেলার সদস্য ইফতেখারুজ্জামান সাগর,রূপগঞ্জ উপজেলার সদস্য মোহন মিয়া,রূপগঞ্জ উপজেলার সদস্য ইশতিয়াক ভূইয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের উপজেলা শাখার নেতারা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা এবং শত শত সাধারণ মানুষ।
রূপগঞ্জের পূজা মণ্ডপগুলোতে এবার রঙিন আলোকসজ্জা, মনোমুগ্ধকর প্রতিমা ও শান্তিপূর্ণ পরিবেশ দর্শনার্থীদের আকর্ষণ করেছে। এনসিপি যুব সংগঠন জাতীয় যুবশক্তি এর কেন্দ্রীয় সংগঠক নেতার সফরকে ঘিরে মণ্ডপগুলোতে উৎসবের আমেজ আরও বেড়ে যায়।