রূপগঞ্জে মামলা তুলে না নেওয়ায় গভীর রাতে বাদীর বাড়িতে আগুন দিয়ে হত্যার চেষ্টা

অক্টোবর ০৬ ২০২৫, ২৩:২৭

Spread the love

রূপগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মামলা তুলে না নেয়ায় মামলার আসামীরা মধ্যরাতে বাদীর বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার তারাবো পৌরসভার টাটকি এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার দুপুরে ভুক্তভোগী আমেনা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানা একটি অভিযোগ দেন।

আমেনা বেগম জানান, গত কয়েক মাস আগে স্থানীয় সন্ত্রাসী রুবেল ভূইয়া, রাসেল ভূঁইয়া শ্রাবণ ওরফে কুত্তা শ্রাবণ এর আগে তাদেরকে মারধর ও বাড়িতে হামলা ভাঙচুর চালায়। এ ঘটনায় তারা রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। গত বেশ কিছুদিন ধরে মামলা তুলে নিতে রুবেল ভূঁইয়া, রাসেল ভূইয়া ও কুত্তা শ্রাবণ তাদের হুমকি ধামকি প্রদান করে আসছিল। কিন্তু তারা মামলা তুলে নিতে রাজি হয়নি।

সোমবার রাত ১০ টার দিকে আমেনা বেগম ও তার পরিবারের লোকজন ঘুমিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে আমেনা বেগমের দেবর নূর আলমের দুই মাসের ছেলে আদিল কান্না করলে বাড়ির সবার ঘুম ভেঙ্গে যায়। এ সময় নূর আলম বাইরে বেরিয়ে এসে দেখতে পান তাদের বাড়িতে রুবেল ভূঁইয়ার হুকুমে রাসেল ভূঁইয়ার কুত্তা শ্রাবণ, শাহেদ, সিয়াম, মেহেদী, রাজু, আয়নাল, নীরব তৌহিদুলসহ গত ৪/৫ জন মিলে পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে। আগুন দিতে দেখে নূর আলমের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ঘরের কিছু অংশ পুড়ে যায়। এ সময় প্রতিপক্ষের লোকজন মামলা তুলে না নিলে তাদের এভাবেই আগুনে পুড়িয়ে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করে চলে যায়। পরে জরুরি সেবা ৯৯৯ কল দিয়ে তারা রূপগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও