স্কেল মেরামতকারী ঠিকাদার একে ভূইয়া এন্ড কোং এর বিরুদ্ধে ১,২৭,৪০,০০০/- দূর্ণীতির অভিযোগ

নভেম্বর ০৭ ২০১৮, ১৫:১১

Spread the love

খাদ্য অধিদপ্তরের সাথে চুক্তিবদ্ধ  স্কেল মেরামতকারী ঠিকাদার একে ভূইয়া এন্ড কোং এর বিরুদ্ধে ভূয়া  বিল দাখিলের মাধ্যমে ইতিমধ্যে প্রায় ১,০০,০০,০০০/-( এক কোটি )  টাকা  আত্মসাৎ এর অভিযোগ উঠেছে এবং পেমেন্টের অপেক্ষায় রয়েছে প্রায় আঠাশ লক্ষ টাক,সরেজমিনে তদন্ত কর দেখা যায়-উক্ত প্রতিষ্ঠানটি গত চার বছরে ডিজিটাল প্লাটফরম স্কেলের খুচরা যন্ত্রাংশ সংযোজনের প্রায় তিন কোটি টাকার কার্যাদেশ পায়,এর মধ্যে ১,২৭,৪০,০০০/-টাকার কার্যাদেশ ছিল ৩৬৪ টি Indicator( Display unit) built in printer মডেল (DS-822,D++),কিন্ত উক্ত প্রতিষ্ঠানটি খাদ্যগুদামের  কেন্দ্রগুলোতে উক্ত মডেলের প্রিন্টারসহ মনিটর  বা Indicator স্থাপন করেনি ,গুদাম কর্মকর্তাদের খুচরা যন্ত্রাংশের   টেকনিক্যাল ধারনা পুরোপুরি না থাকায়  প্রতারনার আশ্রয় নিয়ে  প্রিন্টার বিহীন মাত্র ২০০০/-টাকা দামের মনিটর দিয়ে প্রত্যয়ন এনে প্রতিটিতে ৩৫০০০/-টাকার  বিল তুলে নেয়,  পরিচালক ,আইডিটিএস, বিষয়টির অভিযোগ পেয়ে গত জুন মাসে দাখিলকৃত আঠাশ লক্ষ টাকার বিলটি পরিশোধ করেন নাই,কিন্তু কোন তদন্ত কমিটিও গঠন করেন নাই যাতে দূর্ণীতি উদঘাটিত হয়, অধিকন্তু উক্ত কাজের কর্তনকৃত জামানতের টাকা ফেরৎ দেওয়ার ব্যবস্থা করেছেন,এ বিষয়ে পরিচালক মহোদয় মোবাইলে জানান যে তিনি একটি বিল অভিযোগ পেয়ে প্রদান করেন নি,তদন্তের বিষয়ে বলেন তার নিকট কাগজপত্র রয়েছে,গুদামকর্মকর্তারা জানান যে আইডিটিএস এর কোন ইন্জিনিয়ার গুদামে সরেজমিনে পরিদর্শন না করায় এরকম ভুলের অবকাশ থাকছে,আইডিটিএস এর কর্মকর্তাদের দায়িত্বহীনতায় সরকারের কোটি কোটি টাকা লোপাট হচ্ছে বলে প্রতীয়মান হয়,প্রতিষ্ঠানের মালিক মোবাইলে জানান যে তিনি কার্যাদেশ মোতাবেক কাজ করেছেন, প্রিন্টারসহ মনিটর গুদামগুলোতে নেই কেন তার নিকট প্রশ্ন করলে তিনি জানেন না বলে জানান,

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও