ইসির নির্দেশাবলি পরিপূর্ণ মাত্রায় পালন করব: র‌্যাব ডিজি

নভেম্বর ১২ ২০১৮, ২৩:৪০

Spread the love

র‌্যাব-১ এর পোড়াবাড়ি স্থায়ী ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি

র‌্যাবের মহাপরিচালক (ডিজি) বেনজীর আহমদ বলেছেন, নির্বাচনকালীন আমাদের দায়িত্ব হচ্ছে, সুষ্ঠ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে (ইসি) সাহায্য করা। কমিশন থেকে যেসব অনুশাসন, নির্দেশাবলি আমাদের দেয়া হবে, আমরা তা পরিপূর্ণ মাত্রায় পালন করব।

সোমবার সকালে গাজীপুরের পোড়াবাড়িতে র‌্যাব ট্রেনিং স্কুলের ভবন ও র‌্যাব-১ এর পোড়াবাড়ি স্থায়ী ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, নির্বাচন কমিশনকে সহায়তা করার মাধ্যমে দেশে শান্তিপূর্ণ সুষ্ঠু একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠান করাই আমাদের উদ্দেশ্য। সে লক্ষ্যে র‌্যাব ফোর্সের পূর্ণাঙ্গ প্রস্তুতি রয়েছে।

এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ওয়াইএম বেলালুর রহমান, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম, পুলিশ সুপার শামসুন্নাহার উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও