বিশ্ব অভিবাসী সংলাপ ডিসেম্বরে,অধিকার আদায়ে সোচ্চার থাকবে বাংলাদেশ

নভেম্বর ২২ ২০১৮, ১১:৩৫

Spread the love

বিশ্বব্যাপী প্রায় দেড় কোটি বাংলাদেশি অভিবাসীর ন্যায্য অধিকার আদায়ে আন্তর্জাতিক অভিবাসন সংলাপে জোরালো আওয়াজ তুলবে বাংলাদেশ।

একই সঙ্গে বৈশ্বিক অভিবাসন ব্যবস্থার প্রক্রিয়াগত উন্নতির পাশাপাশি ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্টদের কর্মকাণ্ড আরও স্বচ্ছ ও জবাবদিহিতার ক্ষেত্রে কার্যকর উদ্যোগ নেয়ার বিষয়েও সোচ্চার ভূমিকায় থাকবে। এজন্য এ সংলাপে অংশগ্রহণকারী সরকারি-বেসরকারি ও সিভিল সোসাইটির সব পক্ষের বক্তব্য হতে হবে এক। যাতে অভিবাসন ইস্যুতে বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হয়।

এজন্য ওই সংলাপে যোগ দেয়ার আগে এখনই নিজেদের মধ্যে বসে সম্ভাব্য বিষয়গুলো চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা। রাজধানীর সিরডাপ মিলনায়তনে মঙ্গলবার অভিবাসীদের অধিকার সুরক্ষা বিষয়ে আয়োজিত এক সেমিনারে এসব আলোচনা উঠে আসে।

সেমিনারে জানানো হয়, সর্বত্র নিরাপদ অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর আন্তর্জাতিক অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হয়। এবার এ সংলাপ বসছে মরক্কোর মারাকাসে। আগামী ৪-৮ ডিসেম্বর তিনটি ভিন্ন প্লাটফর্মে ১১তম এ অভিবাসন সংলাপ অনুষ্ঠিত হবে।

এতে বিশ্বের ১৫০টিরও বেশি দেশের সহস্রাধিক সরকারি-বেসরকারি প্রতিনিধি অংশ নেবে। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. সহিদুল হকের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এ সংলাপে যোগ দিচ্ছেন।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও