সাইন্স ল্যাবরেটরিজ মোড়ে এলজিআরডিমন্ত্রীর প্রটোকল পুলিশের ওপর ককটেল বিস্ফোরণে এএসআই এবি শাহাবুদ্দিন আহত

সেপ্টেম্বর ০১ ২০১৯, ০০:৩৩

Spread the love

শনিবার রাত সাড়ে ৯টায় সাইন্স ল্যাবরেটরিজ মোড়ে এলজিআরডিমন্ত্রীর প্রটোকলে থাকা পুলিশের এএসআই এবি শাহাবুদ্দিন (৩৫) ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন। এ সময় ককটেলের স্প্লিন্টারে সামান্য আহত হয়েছেন আমিনুল (৪০) নামে এক ট্রাফিক পুলিশ কনস্টেবল। আহত এএসআই এবি শাহাবুদ্দিনের দুই পা আঘাতপ্রাপ্ত হয় এবং কনস্টেবল আমিনুলের ডানহাতে স্প্লিন্টারের সামান্য আঘাত লাগে।

আহত অবস্থায় ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

শাহবাগ থানার ওসি (অপারেশন) শাহাব উদ্দিন জানান, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) মো. তাজুল ইসলামের গাড়িবহরে প্রটোকলের দায়িত্বপালন করছিলেন এএসআই এবি শাহাবুদ্দিন। মন্ত্রীর গাড়িবহরটি সাইন্স ল্যাবরেটরিজ মোড়ে আসার আগে রাস্তায় গাড়ি থেকে নেমে সড়ক ক্লিয়ার করছিলেন এএসআই। এ সময় হঠাৎ ককটেলের বিস্ফোরণ হয়।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও