পোল্যান্ডের পশ্চিমে গ্রিফিনো শহরের কাছে ক্রুকেড জঙ্গলে অদ্ভুত গাছ

অক্টোবর ২৬ ২০১৮, ১৪:৪৯

Spread the love

পোল্যান্ডের পশ্চিমে গ্রিফিনো শহরের কাছে অবস্থিত ক্রুকেড ফরেস্ট। এখানে ২২টি সারিতে শচারেক অদ্ভুত আকারের পাইন গাছ রয়েছে।

বিচিত্রভাবে বেঁকে রয়েছে গাছগুলো। মাটির থেকে বৃত্তাকারে বেকে গিয়ে উপরে উঠে গেছে গাছগুলো।

ওই গাছের কাঠ দিয়ে নৌকা তৈরির উদ্দেশে এগুলো লাগানো হয়েছিল। তবে কেন এই গাছগুলো এমন বিচিত্রভাবে বেঁকে গেল, তা আজও জানা যায়নি।

কারও মতে, কোনো এক তুষার ঝড়ে গাছগুলোর এ রকম অবস্থা হয়েছে।

কেউ বলেন, কৃত্রিম কোনো পদ্ধতি অবলম্বন করে যান্ত্রিক পদ্ধতিতে এ গাছগুলো এমন করে আকৃতি দেয়া হয়েছিল। কিন্তু সেই পদ্ধতি কী, তা কেউ বলতে পারেননি। সেগুলোকে নাকি বলা হতো- কম্পাস টিম্বার।

কেউ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শহরটি ধ্বংস হয়ে যায়। বিশ্বযুদ্ধের সময় নাকি সামরিক ট্যাংক গিয়েছিল এই জঙ্গলের মধ্য দিয়েই।

তাই ট্যাংকের আঘাতেই নাকি এ রকম বেঁকে গেছে গাছগুলো। তবে এই তত্ত্ব নিয়েও উদ্ভিদ বিজ্ঞানীদের মধ্যে সংশয় রয়েছে।

0Shares

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও