আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত মিথিলা

এপ্রিল ২৪ ২০১৮, ১৩:১৯

Spread the love
গোলাপি-সাদা মিশ্রণের স্লিভলেস ফ্রক গায়ে। চোখে রঙ্গিন চশমা। কানে সোনালী রঙের দুল। এভাবে সেজেই সম্প্রতি একটি ফটোশুটে অংশ নিয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

শুক্রবার (২০ এপ্রিল) এমন স্থিরচিত্রগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন আলোচিত এই অভিনেত্রী। ক্যাপশনে লিখেছেন, সত্তরের লুকে পরীক্ষামূলক ফটোশুট। ছবি তুলেছেন রেহনুমা সুরাইয়া।

মিথিলা
সাধারণত এমন পোশাকে মিথিলাকে দেখা যায় না। তার ভিন্ন রকম এই উপস্থিতি সবার নজর কেড়েছে। স্থিরচিত্রগুলো প্রকাশের পরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিন্ন রকম এক মিথিলার দেখা পেলেন ভক্তরা।

অভিনয়ে তাকে নিয়মিত পাওয়া যায়। তবে বিশেষ দিবসে টিভি পর্দায় মিথিলার উপস্থিতি বেড়ে যায়। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে রেডিওতে একটি অনুষ্ঠান উপস্থাপনা শুরু করেছেন তিনি।

‘বেড়ে ওঠার গল্প’ শিরোনামে শিশুর প্রারম্ভিক বিকাশ বিষয়ক অনুষ্ঠানটি প্রতি বুধবার সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।


আরো সংবাদ ... আরও