ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত
নাঈম ইসলাম : যোগ করল আরেকটি কাল শীতের বিদায় আর ঋতুরাজ বসন্তের আগমন । বাংলা কাল গুলোর মধ্যে সর্বশেষ এই কাল বসন্ত। ফাল্গুন আর চৈত্র নিয়েই এই বসন্ত। ফাল্গুন শব্দটি এসেছে ফাল্গুনী নক্ষত্রের নাম অনুসারে আর চৈত্র শব্দটি এসেছে চিত্রা নক্ষত্রের নাম অনুসারে। শীতের খানিকটা রুক্ষতা পেরিয়ে আর্বিভাব হয় বসন্তের। আজ ১২.০০ টার পর থেকে শুরু হয়েছে বসন্তের যাত্রা অর্থাৎ ১লা ফাল্গুন। তাই তো কবী দের কণ্ঠে শোভা পায় “আকাশে বহিছে প্রেম , নয়নে লাগিল নেশাকারা যে ডাকিল পিছে! বসন্তএসে
গেছে” এরূপ আরো অনেক কাব্য, গান,ছড়া,উপন্যাস কবি- সাহিত্যিকদদের মনে সাড়া দেয় এই বসন্ত। সময় শীত কে বিদায় দিয়ছে আর এখন কখনো গরম-কখনো ঠান্ডার ন্যায় আচরন করবে,আশপাশ যেন হলুদের আবরণে ঢাকা পড়বে,গাছে গাছে মুকুল আর ফুল ফুটার অপেক্ষা।এমনই সকল মুহূর্তের সমারোহ নিয়ে ঘটবে উৎসবের বসন্তকাল।
এদিকে বসন্তবরণে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে ১লা ফাল্গুন ও ঋতুরাজ বসন্তের আগমন কে স্বাগত জানাতে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান আয়োজন।