চট্টগ্রাম জামাল খানে শিশুদের বিনোদন কেন্দ্র বুবু ওয়ার্ল্ডের অরিগামি কর্মশালা

জুন ২৯ ২০২১, ১৬:১৮

Spread the love

মো: রনি আনোয়ার, চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর জামালখানে অবস্হিত শিশুদের বিনোদন কেন্দ্র বুবু ওয়ার্ল্ডে শিশুদের জন্য অরিগামির মাধ্যমে কাগজ দিয়ে সৃজনশীল নানা কিছু তৈরির এক কর্মশালার আয়োজন করে গত শনিবার (২৬ জুন)। এতে অংশগ্রহনকারী শিশুদের কাগজ দিয়ে পাখা এবং ফুল তৈরির কৌশল শেখান রিমা’স ক্লাশ ইউটিউব চ্যানেলের কনটেন্ট ক্রিয়েটর রীমা বড়ুয়া।

কর্মশালাটির আয়োজন সর্ম্পকে বুবু ওয়ার্ল্ডে এর কনসালট্যান্ট সরওয়ার আলম বলেন,করোনাকালীন এ পরিস্হতিতে ঘরবন্দী শিশুদের মানসিক অবস্হাকে উজ্জীবিত রাখার জন্যই স্বাস্হ্যবিধি মেনে এ কর্মশালা আয়োজন করা হয়। ভবিষ্যতে ও শিশুদের জন্য সৃষ্টিশীল বিভিন্ন বিষয়ে আরো নানা কর্মশালা আয়োজনের পরিকল্পনা আছে আমাদের।এ পরিস্হিতির উত্তরণ সাপেক্ষে ভবিষ্যতে আয়োজনগুলো সর্ম্পকে আগ্রহী শিশু ও অভিভাবকদের যথাসময়ে অবহিত করা হবে বলে জানান তিনি।


আরো সংবাদ ... আরও