কর্তৃপক্ষের উদাসীনতায় বালু ভর্তি ট্রাকসহ ভেঙে পড়ল নগরকান্দার বেইলি ব্রিজটি

মার্চ ২০ ২০২১, ১২:৪৪

Spread the love

কর্তৃপক্ষের উদাসীনতায় বালু ভর্তি ট্রাকসহ ভেঙে পড়ল নগরকান্দার নড়বড়ে বেইলি ব্রিজটি। আজ শনিবার (২০ মার্চ) সকাল ৭ টার দিকে বালু ভর্তি ট্রাকসহ ভেঙে পড়ে ওই ব্রিজ। তৎক্ষনাৎ হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্রিজটি ধ্বসে পড়ায় সড়ক চলাচল বন্ধ রয়েছে।

জানা যায়, দীর্ঘদিন ধরে আতঙ্কের প্রহর গুণছিলো এলাকাবাসী। কিন্তু অভিযোগ রয়েছে, এ ব্যাপারে কর্ণপাত করেনি কর্তৃপক্ষ।

স্থানীয়রা জানায়, নগরকান্দা উপজেলার সাথে সমগ্র ফরিদপুর এর একমাত্র যাতায়াত মাধ্যম এই ব্রিজটি। ফলে যাতায়াত ব্যবস্থা বন্ধ থাকায় ভোগান্তি পড়েছে সাধারণ মানুষ।

এলাকাবাসীর অভিযোগ, ব্রিজটি সংস্কারের জন্য একাধিকবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। তবু আলোর মুখ দেখিনি ব্রিজটি। এতে স্থানীয়দের মাঝে চাপা ক্ষোপ বিরাজ করছে।

নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু ব্রেইলি ব্রিজটি ধ্বসে পড়ার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে কোনো হতাহত ঘটনা ঘটেনি। এছাড়া, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে প্রশাসনের পক্ষ থেকে পাশ্ববর্তী সলিতা নামক একটি ব্রিজ দিয়ে আপাতত যানবাহন চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি বলেন, ব্রেইলি ব্রিজটির ব্যাপারে ফরিদপুর রোড এন্ড হাইওয়ে বিভাগের সাথে কথা হয়েছে। তারা, দ্রুত ব্রিজটি মেরামত কাজ শুরু করবে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও