মোহাম্মদপুরের এক বাড়িতে বিস্ফোরণ, অগ্নিদগ্ধ মা ও শিশু সন্তান

সেপ্টেম্বর ৩০ ২০১৮, ১১:৪৯

Spread the love
রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউসিং লিমিটেডের এক নম্বর সড়কের একটি পাঁচতলা বাড়ির দ্বিতীয় তলায় বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর অগ্নিদগ্ধ অবস্থায় এক নারী ও তার চার বছরের শিশু সন্তানকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন প্রকৌশলী শেখ নাসিরুল ইসলামের স্ত্রী তাছমিম বিনতে আজিজ ও তাদের চার বছরের শিশু সন্তান শেখ নাসির উল আল তানজিম।

প্রকৌশলী নাসিরুল জানান, বাসার ভেতরে স্টোর রুম আছে। সেখান থেকে প্রায় সময়ই গ্যাসের গন্ধ পাওয়া যেত। ধারণা করা হচ্ছে জমে থাকা গ্যাসের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

তিনি জানান, ঘটনার সময় তার স্ত্রী তাছমিম সন্তান তানজিমকে নিয়ে অন্যকক্ষে ছিলেন। তিনি পাশের কক্ষেই টিভি দেখছিলেন। হঠাৎ বিকট শব্দ হয়। এ সময় তিনি স্ত্রী-সন্তানের কক্ষে গিয়ে দেখতে পান তার সন্তানের শরীর আগুনে দগ্ধ হয়েছে। তার স্ত্রীর শরীরেরও আগুনে ঝলসে গেছে। সে অবস্থায় তিনি গায়ে পানি দিচ্ছিলেন। পরে তিনিও দগ্ধ স্ত্রী ও সন্তানের শরীরে পানি ঢালেন। পরে তার স্ত্রী-সন্তানকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঢাকা মেডিক্যাল হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ উপ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মা ও তার সন্তানের উভয়েরই শরীরের ২৭ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা গুরুতর।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন মীর জানান, বাড়িটির বাসিন্দাদের কাছ থেকে প্রথমে পুলিশ জানতে পারে এসি বিস্ফোরণে এমনটা হয়েছে। তবে বাসার ভেতরে এসি বিস্ফোরণের কোনও আলামত মেলেনি। রান্নাঘর থেকে পাশের স্টোর রুমে গ্যাস জমেছিল কিনা এবং এ কারণেই দুর্ঘটনাটি ঘটেছে কিনা পুলিশ তা খতিয়ে দেখছে।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও