দিঘলিয়া থানা এলাকার হারিয়ে যাওয়া ৩ টি মোবাইল উদ্ধার করে হস্তান্তর

জুলাই ০৫ ২০২২, ২২:২৬

Spread the love

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি (খুলনা ) :খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকার হারিয়ে যাওয়া ৩ টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকের নিকট হস্তান্তর করেন দিঘলিয়া প্রশাসন ।

দিঘলিয়া থানা পুলিশের এ এস আই শাহিদুল ইসলাম জানান , দিঘলিয়া থানা পুলিশের অফিসার্স ইনচার্জ মোঃ আহসান উল্লাহ চৌধুরীর নির্দেশে ও পুলিশ পরিদর্শক রিপন কুমার সরকার এর নেতৃত্বে উদ্ধার কৃত মোবাইল ৩ টি প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয় ।

এ এস আই শাহিদুল ইসলাম জানান , দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়ন পরিষদের বাসিন্দা বামন ডাঙ্গা এলাকার রবিউল ইসলাম (২২ ) তার ব্যবহৃত মোবাইল ফোন গত ২৩ / ৩ /২২ ইং চুরি হলে দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন । যার নং-৯৫৬
বাগেরহাট থেকে উদ্ধার করে ।

দিঘলিয়ার ফরমায়েশ খানা এলাকার বাসিন্দা নয়ন তাঁরা ( ৫০ ) গত ২০ শে জানুয়ারী তার ব্যবহৃত মোবাইল ফোন চুরি হলে একটি সাধারণ ডায়েরী করেন যার নং- ৭২৫ ।
সুএ মতে দিঘলিয়া থানা এলাকা হতে উক্ত মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ।

লাখোহাটি গ্রামের সুজন খাঁন ( ২৫ ) তার চুরি যাওয়া মোবাইল এর বিস্তারিত উল্লেখ করে গত ১৩ /৪ / ২২ ইং দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী করেন । যার নং-৫১৪
উক্ত মোবাইল ফোন টি ৪ /৭ /২২ ইং চট্টগ্রাম থেকে উদ্ধার করেন পুলিশের এ এস আই শাহিদুল ইসলাম ।

উদ্ধার কৃত মোবাইল ৩ টি মালিকের নিকট হস্তান্তর করা হয় ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও