বিকল্পধারায় ভাঙন !

অক্টোবর ১৩ ২০১৮, ২৩:৫৪

Spread the love

 জাতীয় ঐক্যফ্রন্টে থাকা-না থাকা প্রশ্নে বিরোধের জেরে বিকল্পধারা বাংলাদেশের ২ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যদিয়েই সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর দল বিকল্পধারায় ভাঙন ধরেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
বহিষ্কৃত নেতারা হলেন, দলের সিনিয়র সহ-সভাপতি শাহ আলম বাদল ও কৃষিবিষয়ক সম্পাদক জানে আলম হাওলাদার। তাদেরকে নিজ নিজ পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। শনিবার সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জানা যায়, শাহ আলম বাদলের নেতৃত্বে বিকল্পধারার কেন্দ্রেীয় নেতাদের একটি অংশ জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দলটি। গত ১ সেপ্টেম্বর থেকে শাহ আলম বাদলের সদস্যপদ স্থগিত ছিল।
শনিবার বিকেলে বারিধারায় ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বাসায় এক বেঠকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহ আলমকে বিকল্পধারা থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। বেঠকে দলের মহাসচিব মেজর (অব) মান্নান, যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরীসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
উৎস-    শীর্ষনিউজ

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও