ধর্ম যার যার, উৎসব সবার: প্রধানমন্ত্রী

অক্টোবর ১৫ ২০১৮, ২৩:১৬

Spread the love

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার, উৎসব সবার। আমাদের গর্বের মুক্তিযুদ্ধে সব ধর্মের মানুষ অংশ নিয়েছেন। সব ধর্মের মানুষের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি।

সোমবার (১৫ অক্টোবর) বিকেলে টিকাটুলির রামকৃষ্ণ মিশন ও লালবাগের ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন প্রধানমন্ত্রী ৩টা ৪০ মিনিটে রামকৃষ্ণ মিশন প্রাঙ্গণে প্রবেশ করে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানান।
শেখ হাসিনা বলেন, আমাদের দেশে আগের চেয়ে পূজার জাকজামকতা বেড়েছে। সেই সঙ্গে প্রতি বছর পূজামণ্ডপের সংখ্যা বাড়ছে। ঢাকাসহ সারাদেশে, প্রবাস এবং বিশ্বের বিভিন্ন দেশে হিন্দু সম্প্রদায়ের লোকজনকে পূজার শুভেচ্ছা।

তিনি আরও বলেন, আমরা পূজার আয়োজনে কড়া নিরাপত্তার ব্যবস্থা নিয়েছি। আমারা চাই সুষ্ঠু এবং সুন্দরভাবে পূজা অনুষ্ঠিত হোক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
প্রধানমন্ত্রী বলেন, আমরা সবাই দেশকে ভালোবাসি। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এ দেশকে গড়ে তুলতে চাই। আওয়ামী লীগ যখনই সময় এবং সুযোগ পাচ্ছে তখনই দেশের মানুষের ভাগ্য বদলে কাজ করছে।
এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, সংসদ সদস্য কাজী ফিরোজ রশিদ ও আইজিপি ড. জাবেদ পাটোয়ায়ী প্রমুখ।উৎস-বিডি ট্রিবিউন

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও