সনাতন ধর্মাবলম্বীদের ঘরোয়া পরিবেশে শ্রী শ্রী লক্ষী পূজা অনুষ্ঠিত

অক্টোবর ০৯ ২০২২, ২১:১৮

Spread the love

সাগর কুমার বাড়ই , তেরখাদা প্রতিনিধি , খুলনা :” এসো মা লক্ষী বসো ঘরে ,আমার এ ঘরে থাকো আলো করে ”

সত্যি সনাতন ধর্মাবলম্বীদের আহব্বানে শ্রী শ্রী লক্ষী দেবী ঘরে ঘরে আগমনের মাধ্যমে ধন সম্পদে পরিপূর্ণ করে প্রতিটি ঘর আলোয় আলোকিত হয়ে ওঠে ।

শ্রী শ্রী লক্ষী দেবীর আগমনী বার্তার মধ্য দিয়ে সারা দেশে পূর্ণিমা তিথির ৯ ই অক্টোবর ~ ২০২২ রবিবার সকাল থেকেই গভীর রাত পর্যন্ত সনাতন ধর্মাবলম্বীদের ঘরে ঘরে শ্রী শ্রী লক্ষী দেবীর পূজা অনুষ্ঠিত হয়।

জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মঙ্গল কামনায় আরাধ্য ধনদাত্রী দেবী শ্রী শ্রী লক্ষী দেবীর আরাধনায় সনাতন ধর্মাবলম্বীদের মায়েরা ঘরে ঘরে আনন্দ বার্তা পৌঁছাতে অতি প্রাচীন কাল থেকেই দেবীর আগমনী বার্তায় আহব্বান করে শ্রী শ্রী লক্ষী দেবীর পূজা অর্চনা করে থাকে ।

শ্রী শ্রী লক্ষী দেবীর পূজা শুক্ল পক্ষে উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের প্রায় প্রতিটি ঘরে ঘরে অনুষ্ঠিত হয় ।

বাঙ্গালীর প্রতিটি ঘরে ঘরে ঘরোয়া পরিবেশে শ্রী শ্রী লক্ষী দেবী ঘর আলোয় আলোকিত করে রাখার আহব্বানে শ্রী শ্রী লক্ষী মায়ের প্রতিকী মূর্তি , মঙ্গল ঘট , ধান , অম্রপল্লব , ফুল , চন্দন , তুলসী পাতা , বেল পাতা , আতপ চাউল , সিঁদুর , দুর্বা , হরীতকী , আগরবাতি , মোমবাতি , ধুপ , প্রদীপ , মাটির ছোট প্রদীপ , তীর , লাল সুতা , কলা গাছের নৌকা , পূজার সজ্জা , নানা প্রকার ফল , মিষ্টি দ্রব্যাদি সহ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সাজিয়ে মায়ের পূজা অর্চনা করা হয়। ।

লক্ষীর দেবীর বাহন পেঁচা ।
শ্রী শ্রী লক্ষী দেবীর আরাধনার্থে ঘট স্থাপনের সঙ্গে ঘটে শীষ যুক্ত ডাব দেওয়ার রীতি রয়েছে সেই প্রাচীন কাল থেকেই ।

চাউলের গুড়া দিয়ে লক্ষী মায়ের পায়ের ছাপ দেওয়া হয় মায়ের আগমনের জন্য ।

লক্ষী দেবী ভক্তের আরাধনায় সন্তুষ্ট হয়ে ধন সম্পদে পরিপূর্ণ করে ভক্তের মনোবাসনা পূর্ণ করে থাকে ।

৯ ই অক্টোবর রবিবার পূর্ণিমা তিথিতে নানা বর্নিল সাজে শ্রী শ্রী লক্ষী দেবীর পূজার সকল নৈবেদ্য দিয়ে ধনদাত্রী শ্রী শ্রী লক্ষী মাতার আগমনী বার্তায় দেবীকে আহব্বান করে বিশ্ব শান্তি কামনায় ঘরে ঘরে উজ্জ্বল ভবিষ্যতের সুখ ,শান্তি ধন সম্পদে পরিপূর্ণ করতে প্রতিটি ঘর শ্রী শ্রী লক্ষী দেবীর আশির্বাদে আলোয় আলোকিত করার লক্ষ্যে দেবীর আরাধনা করা হয়।

শ্রী শ্রী লক্ষী দেবীর ব্রত কথা পাঠ করে মাকে সন্তুষ্ট করতে সনাতন ধর্মাবলম্বীদের মায়েরা উপবাস ব্রত থেকে দু ‘ নয়নের জল দিয়ে মাকে এক মনে আরাধনা করে ।

ব্রত কথা পাঠ শেষে শ্রী শ্রী লক্ষী দেবীর ও নারায়ণের মহা প্রসাদ ভক্তদের মাঝেবিতরণ করা হয়।

শ্রী শ্রী শারদীয় দুর্গা দেবীর বিসর্জন শেষে পূর্ণিমা তিথিতে
খুলনা জেলার তেরখাদা উপজেলার অদুরে কাগদী দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরে মন্দির কমিটি গঠন করে ব্যাপক উৎসব মুখর পরিবেশে ধর্ম মত নির্বিশেষে শ্রী শ্রী লক্ষী দেবীর পূজার আয়োজন করে ।

কাগদী দক্ষিণ পাড়া সার্বজনীন দুর্গাপূজা মন্দিরের নব গঠিত লক্ষী দেবীর পূজা কমিটির সভাপতি বিদ্যুৎ মন্ডল , সহ সভাপতি তুফান মন্ডল ,সাধারণ সম্পাদক সুমন চিন্তাপাত্র , সহ সাধারণ সম্পাদক উজ্জ্বল বাড়ই , কোষাধ্যক্ষ মিন্টু বাড়ই , সাংগঠনিক সম্পাদক নিপুণ মন্ডল , কমিটির সদস্য বিপ্লব মালাকার , সুদীপ বাগচী , অয়ন বিশ্বাস , অভিষেক মন্ডল , সৈনিক চিন্তাপাত্র , সিঞ্চন বাওয়ালী , অভ্র মন্ডল , প্রীতম মন্ডল , রক্তিম , শয়ন , দুর্জয় বাড়ই , জিৎ বৈদ্য , বিজয় বাগচী ,সহ আরো অনেকে ।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও