দিনাজপুরের বিরলে অরক্ষিত রেলগেটে ট্রেন- ভটভটির সংঘর্ষ।

নভেম্বর ১৬ ২০২২, ০৮:৫২

Spread the love

এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টারঃ দিনাজপুর বিরলে ঢাকা থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের সাথে আলু বোঝাই ভটভটির সংঘর্ষে বেঁচে গেল কয়েক’শ যাত্রী।

গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের উত্তর গোবিন্দপুর মেহেরবাগ নামক অরক্ষিত রেলগেটে এই ঘটনাটি ঘটেছে।

দিনাজপুর রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এরশাদুল হক ভুইয়া তথ্যটি নিশ্চিত করেন।

জিআরপি পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকা থেকে পঞ্চগড় অভিমুখি একতা এক্সপ্রেস ট্রেনটি অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় আলু বোঝাই ইঞ্জিন চালিত ভটভটির সাথে ধাক্কা লাগলে এতে ভটভটিটি রেল ক্রসিংয়ের ওপর দুমড়েমুচড়ে বন্ধ হয়ে যায়। ভটভটির চালক ও সহযোগীরা ট্রেন আসতে দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এলাকাবাসীরা জানান, এই অরক্ষিত রেলক্রসিংয়ে কোন সিগন্যালম্যান ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করে অসংখ্য মানুষ ও যানবাহন। আজকের অনেক বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। অসংখ্য ট্রেনযাত্রীর জীবন যেতে পারতো।

দুর্ঘটনার ফলে ট্রেনটি সেখানে ২০ মিনিট আটকে ছিল। পরে ১০টার দিকে ট্রেনটি আবারো পঞ্চগড়ের উদ্দশে রওনা করে।‌

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও