রূপসায় ট্রলীর চাপায় রেজাউল ইসলাম (২৮ ) নামে এক যুবকের মৃত্যু

সাগর কুমার বাড়ই , ভ্রাম্যমান প্রতিনিধি , খুলনাঃ খুলনা জেলার রূপসা উপজেলায় ইট বহনকারী ট্রলীর চাপায় রেজাউল ইসলাম (২৮ ) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের তালিমপুর গ্রামের নুর ইসলামের ছেলে।
স্থানীয় জনসাধারণ ও পারিবারিক সুত্রে জানা যায় , ১লা মার্চ বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব রূপসা বাজার থেকে রেজাউল ইসলাম মোটরসাইকেল যোগে রওনা হোন বাড়িতে যাবার জন্য।
পথিমধ্যে বাগমারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকার রাস্তায় আসলে একটা দ্রুতগামী ট্রলী রেজাউল কে মোটর সাইকেল সহ চাপা দেয়।
এসময় রেজাউল ইসলাম মারাত্বক ভাবে জখম হলে স্থানীয়রা তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
পরে তাঁর অবস্থার অবনতি হলে নগরীর বেসরকারী একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্য ঘোষনা করেন।
ট্রলী চালক অনিক রামনগর এলাকার আজগর শেখের ছেলে।
থানা পুলিশ ঘাতক ট্রলি আটক করলেও চালক পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি।
রেজাউল রূপসার বৃষ্টি টেলিকম সেন্টারে চাকুরী করত। রেজাউল ৬ ভাইবোনের মধ্যে সবার ছোট।
স্থানীয়রা জানান, ট্রলী গাড়িটি বেপোরোয়া ভাবে চালিয়ে আসার কারণে আজ এই দূর্ঘটনা।
এই অবৈধ ট্রলীর চাপায় প্রতিনিয়ত হারাছে অসংখ্য মায়ের সন্তান।
ট্রলীতে কেড়ে নিয়েছে কলেজের অধ্যক্ষ,কলেজ ছাত্রীসহ অসংখ্য জীবন।
অচিরেই ট্রলী বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়েজেন ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী ।
এব্যাপারে বাসস্ট্যান্ড পুলিশ ক্যাম্পের আইসি এস আই কামাল হোসেন জানান, ট্রলীর চাপায় নিহত যুবকের লাশ তাঁর বাড়িতে আনা হয়েছে তবে পরিবারের পক্ষ থেকে মামলা করা হবে না বলে তাদের জানিয়েছেন।