রামপালের সুদীপ্ত কুমার মন্ডল (অপু) খুলনা বিভাগের সেরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাওয়ার্ড পেলেন 

আগস্ট ০৭ ২০২৩, ০৭:১৯

Spread the love

মোঃ ইকরামুল হক রাজিব,স্পেশাল ক্রাইম রিপোর্টারঃ বাগেরহাটের রামপাল উপজেলা বাঁশতলী ইউনিয়নের সুন্দরপুর গ্রামের বলাই মন্ডলের একমাত্র পুত্র সুদীপ্ত কুমার মন্ডল(অপু) বাংলাদেশ সরকারের ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি মহোদয়ের হাত থেকে খুলনা বিভাগীয় সেরা ফ্রিল্যান্সার হিসেবে অ্যাওয়ার্ড পেলেন ৷

কৃষি ইনস্টিটিউট অফ বাংলাদেশ কনভেনশন হলে ইয়োথ গ্লোবাল ফাউন্ডেশন আয়োজিত রাইজিং ইয়োথ অ্যাওয়ার্ড গত ২৯ শে জুলাই অনুষ্ঠিত হয়েছে ৷
সুদীপ্ত কুমার মন্ডল(অপু) বলেন ৷ আমি খুবই আনন্দিত এবং গর্বিত এ অর্জন খুলনা বিভাগের বাগেরহাট জেলার সকল ফ্রিল্যান্সারকে এ সম্মাননা উৎসর্গ করলাম ৷ সর্ব সময় ফ্রিল্যান্সারদের পাশে আছি এবং আগ্রহীদের উৎসাহ ও গাইডলাইন দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত ৷ আমরা আইটি প্রফেশনালও ফ্রিল্যান্সার রা যারা আছি অবশ্যই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শতভাগ ভূমিকা রাখব ৷

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  তথ্য ও সম্প্রচারমন্ত্রী ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নজরুল হামিদ (বিপু) এমপির সহধর্মিনী ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, ইয়োথ ক্যারিয়ার ইনস্টিটিউট এর সভাপতি আরেফিন দিপু ও সাধারণ সম্পাদক অন্ত করি প্রমুখ।

সুদীপ্ত কুমার মন্ডল (অপু) ২০২২ সালে জনপ্রিয় মার্কেটপ্লেস আপ‌ওয়ার্ক থেকে স্পটলাইট গ্রাফিক ডিজাইনার হিসেবে ফিচার্ড হন। কালের কন্ঠ, প্রথম আলো সহ বেশ কয়েকটি জাতীয় পত্রিকায় তাকে নিয়ে লেখা ছাপা হয়। পাশাপাশি তিনি একজন আইটি উদ্যোক্তা, “ডিজাইন পোর্ট বিডি” নামক একটি আইটি ফার্ম প্রতিষ্ঠা করেছেন। কর্মসংস্থান তৈরির পাশাপাশি প্রশিক্ষণ দিয়েছেন অর্ধ শতাধিক যুবক-যুবতীদের।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও