দিনাজপুরের নাশকতা মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

মার্চ ২৪ ২০২৪, ২৩:৫১

Spread the love

এনামুল মবিন(সবুজ)জেলা প্রতিনিধি দিনাজপুরঃ দিনাজপুর বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বজলুর রশিদ কালুকে নাশকতা মামলায় কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার(২৪ মার্চ) দুপুর ১২টায় আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন্ট রায় এ আদেশ দেন।

এর আগে আসামি আদালতে জামিনের আবেদন করে আত্মসমর্পণ করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৩১ অক্টোবর বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের তৈয়বপুর গ্রামে একটি মালবোঝাই ট্রাকে ইটপাটকেল নিক্ষেপ করেন বিএনপির নেতাকর্মীরা। এই ঘটনায় ট্রাকচালক লিটন বাদী হয়ে বজলুর রশিদ কালুসহ বিএনপির ১৪ নেতাকর্মীর নাম উল্লেখ করে একটি নাশকতা মামলা দায়ের করেন। সেই মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

 

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও