শহিদুল আলমের সাক্ষাৎকারের ভিডিও ফুটেজ দেখতে চেয়েছেন হাইকোর্ট

অক্টোবর ২৯ ২০১৮, ২৩:১৩

Spread the love

নিরাপদ সড়কের দাবিতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের বিষয়ে আল-জাজিরাতে দেওয়া আলোকচিত্রী ড. শহিদুল আলমের সাক্ষাৎকার ও তার লাইভের ভিডিও ফুটেজ দেখতে চেয়েছেন হাইকোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে রাষ্ট্রপক্ষের আইনজীবীদের তা আদালতে দাখিল করতে বলা হয়েছে। শহিদুল আলমের জামিন চেয়ে করা আবেদনের শুনানিতে সোমবার (২৯ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ সময় আদালত শহিদুল আলমের জামিন নিয়ে জারি করা রুলের পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।আদালতে শহিদুল আলমের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন।

অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ।গত ৭ অক্টোবর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এরপর এ মামলায় তার জামিন বিষয়ে হাইকোর্টে শুনানি শুরু হয়। দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা শহিদুল আলম ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের সময় আল-জাজিরাকে সাক্ষাৎকার দেন। ওই ঘটনায় রমনা থানার তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখায় পুলিশ। গত ৬ আগস্ট ডিবি (উত্তর) পরিদর্শক মেহেদী হাসান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। পরে এ মামলায় শহিদুল আলমকে কারাগারে হাজির করা হলে গত ১২ আগস্ট তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকা মহানগর হাকিম ফাহাদ বিন আমিন চৌধুরী।

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও