ঐক্যফ্রন্টের নতুন মুখপাত্র মির্জা ফখরুল

নভেম্বর ০৪ ২০১৮, ০০:০১

Spread the love

আসন্ন নির্বাচন উপলক্ষে এবার ছোট পরিসরে সংলাপের জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দেবে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার শেখ হাসিনাকে এ চিঠি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ঐক্যফ্রন্ট।

শনিবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষনেতাদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া এখন থেকে জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্বপালন করবেন বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে রাতে সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা আ স ম আব্দুর রব।

এদিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পিছিয়ে দেয়ার অনুরোধ জানিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। শনিবার ড. কামাল হোসেন এ চিঠি দেন।

0Shares

এই বিভাগের আরো খবর


আরো সংবাদ ... আরও