বালিয়াডাঙ্গীতে পাটের উন্নয়ন বৃদ্ধির লক্ষ্যে পাটচাষীদের প্রশিক্ষণ
জেলা প্রতিনিধি, নুরে আলম সাদ্দামঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ” শীর্ষক প্রকল্পের আওতায় উন্নত পাটবীজ ক্রয়করা সঠিক সময়ে পাটচাষ ও রাসায়নিকের প্রয়োগ সম্পর্কে পাটচাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০অক্টোবর বৃহস্পতিবার ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের পাটচাষিদের দিনব্যাপী এ প্রশিক্ষণ দেওয়া হয়।
পাট অধিদপ্তর ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণে পাট চাষীদের প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা দিলীপ কুমার মালাকার, উপজেলা নির্বাহী অফিসার জনাব মফিজুর রহমান , মাজেদুল ইসলাম উপ-পরিচালক অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও আলাউদ্দিন শেখ অতিরিক্ত উপ পরিচালক উদ্ভিদ সংরক্ষণ খামারবাড়ি ঠাকুরগাঁও উপজেলা কৃষি অফিসার জনাব তামান্না ফেরদৌস উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার লতিফুর রহমান,উপজেলা উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আসরাফ আলী
এসময় পাট চাষে কৃষকদের কে বিভিন্ন ভাবে উন্নত পাটের বীজ সংগ্রহ করে পাট চাষের মাধ্যমে দেশের উন্নয়ন ঘটানো যায়, পাট চাষ করে কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় অংশ নেওয়া যায় সে বিষয় প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে পাট চাষীদের পাটের ব্যাগ ও প্রশিক্ষণ ভাতা প্রদান করা হয়।













